হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুঙ্কার, কী বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?

উল্লেখ্য নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক। পাশাপাশি আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মুও। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন দুই বিজেপি নেতা।

উল্লেখ্য নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক। পাশাপাশি আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মুও। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন দুই বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুঙ্কার, কী বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাংলার মানুষের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। উল্লেখ্য নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক। পাশাপাশি আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মুও। তারপর থেকেই  হাসপাতালে ভর্তি ছিলেন দুই বিজেপি নেতা। বুধবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল থেকে শঙ্কর ঘোষকে ছাড়া হয়।

Advertisment

আরও পড়ুন- পাক হ্যান্ডলারদের ফাঁদে ভারতীয় সেনা! কীভাবে ভারত থেকে পাচার বেনামি সিম কার্ড?

উল্লেখ্য, গত ৬ অক্টোবরের ওই ঘটনায় শঙ্কর ঘোষের সঙ্গে মালদা উত্তর আসনের বিজেপি সাংসদ খগেন মুর্মুও গুরুতর আহত হন। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শঙ্কর ঘোষকে ছাড়া হলেও সাংসদ খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন রয়েছেন। বিজেপি অভিযোগ করেছে, এই হামলার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে। যদিও তৃণমূল সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

Advertisment

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শঙ্কর ঘোষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, “এই হামলা আমাদের কণ্ঠরোধের চেষ্টা। যারা রাজ্য সরকারের বন্যা মোকাবিলার ব্যর্থতা তুলে ধরছে, তাদের ভয় দেখানোই উদ্দেশ্য। কিন্তু আমি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।”

আরও পড়ুন- ২৬-এর ভোটে ঘুঁটি সাজাতে আসরে বঙ্গ বিজেপি, আজ 'মেগা' বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা?

উল্লেখ্য এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার প্রথমে ২ জনকে পরে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। হামলার অভিযোগে মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। তৃণমূলকে এদিনও কটাক্ষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কোন রাজনৈতিক দল নয়। ওটা একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান। ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা ভাংচুর চালায়, ত্রাণ দিতে গেলে পেটায়, তাদের রাজনৈতিক দল বলা হলে তা রাজনৈতিক দলেরও অপমান"। 

bjp