BJP MP MP Soumitra Khan claims that 35 lakh people in West Bengal takes various drugs: আবারও রাজ্যকে নিশানা BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের। পশ্চিমবঙ্গে মাদকাসক্ত মানুষজনের সংখ্যা জানতে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রকে একটি চিঠি দিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর সেই চিঠির উত্তরে ওই মন্ত্রকের দেওয়া তথ্য রীতিমতো উদ্বেগের। পশ্চিমবঙ্গের লক্ষ-লক্ষ মানুষ নেশাগ্রস্ত বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ওই রিপোর্টে।
কেন্দ্রীয় সরকারের ওই রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র মদ্যপানের নেশায় জর্জরিত রয়েছেন ২৭ লক্ষ মানুষ। এছাড়াও গাঁজার নেশা করেন এমন মানুষের সংখ্যা রাজ্যে ১ লক্ষ ৪৪ হাজারের মতো। কেন্দ্রের তথ্য বলছে, বাংলায় আফিমের নেশায় জর্জরিত রয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার মানুষ। আরও ১ লক্ষ ১২ হাজার মানুষ অন্যান্য নেশাগ্রস্ত।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্প্রতি কেন্দ্রীয় সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রককে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে মাদকাসক্ত মানুষজনের সংখ্যা ঠিক কত? BJP সাংসদের সেই চিঠির উত্তরেই কেন্দ্রের তরফে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- South 24 Parganas News: ৬৫ বছরের বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ, হাড়হিম কাণ্ডে তোলপাড়
কেন্দ্রের তরফে এই তথ্য জানানোর পরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রের রিপোর্টকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে সাধারণ মানুষকেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন সাংসদ। সেই সঙ্গে ফের একবার এই ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিজেপি নেতা।
আরও পড়ুন- Lady Professors Resign: ধোপে টিকল না নাটকের তত্ত্ব, ক্লাসরুমে বিবাহ-অভিযানে পদত্যাগ অধ্যাপিকার
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মদ্যপানে ২৭ লক্ষ ও আনুসাঙ্গিক আরও ৬ লক্ষ মানুষ নেশার সঙ্গে যুক্ত আছেন। সব মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ মানুষ নেশার সঙ্গে যুক্ত আছেন। এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। পশ্চিমবঙ্গে যেভাবে মদের দোকান বাড়ছে, প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার চিন্তাভাবনা চলছে, তাতে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সব মানুষকে সজাগ ও সচেতন হতে হবে। প্রতিটি পঞ্চায়েতে মদের দোকান খোলার পরিবর্তে বন্ধ করা উচিত।"
আরও পড়ুন- Kolkata Airport: দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিং হাব হবে কলকাতা বিমানবন্দর, দুরন্ত পরিকল্পনা কেন্দ্রের