/indian-express-bangla/media/media_files/2025/05/19/bCiSID8HRHoWiEEoraY4.jpg)
ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল দাপুটে বিজেপি নেত্রী
BJP Panchayat Member Killed: জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন পঞ্চায়েত সদস্যা। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জগদানন্দবাটি গ্রামে। মৃতার নাম মেনকা মণ্ডল (৪০)। তিনি দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন এবং বিজেপির টিকিটে নির্বাচনে জিতে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিশ্বমঞ্চে মোদী সরকারের সন্ত্রাসবিরোধী অভিযানে সরে দাঁড়ালেন ইউসূফ পাঠান, ব্যাখ্যা দিলেন অভিষেক
রবিবার দুপুরে জমি নিয়ে প্রতিবেশী কুড়ান মণ্ডলের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় মেনকা দেবীর। অভিযোগ, এরপর কুড়ান মণ্ডল ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন দুষ্কৃতী মেনকা মণ্ডলের বাড়িতে হামলা চালায়। লোহার রড দিয়ে মেনকা দেবীর মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
'আন্দোলনে শিক্ষক কম, বহিরাগত বেশি',' বিস্ফোরক' মমতা, পালটা মুখ্যমন্ত্রীকে 'আগুনে নিশানা' চাকরিহারাদের
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত কুড়ান মণ্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সুবল চন্দ্র ঘোষ, বিজেপি জঙ্গিপুর সাংগঠনিক সভাপতি বলেন, "দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে একটা সমস্যা চলছিল, মীমাংসা প্রায় হয়েই গিয়েছিল। পারিবারিক শ্ত্রুতা থেকেই এই আক্রমণেরর ঘটনা। খুবই দুঃখের বিষয়"।