/indian-express-bangla/media/media_files/2025/07/23/ritabrata-2025-07-23-14-26-39.jpg)
TMC MP Ritabrata Banerjee: তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
BJP-ruled states-Bangladeshi tag:দেশের BJP শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগতুলেছে তৃণমূল। এবার সংসদেও বিষয়টি নিয়ে সোচ্চার জোড়াফুলের সাংসদরা। সংসদে আজ ২৬৭ নং নোটিশ দিয়ে এব্যাপারে আলোচনা চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। তবে এদিন তৃণমূল সাংসদদের সেই দাবি মানা হয়নি। "ওরা এখানে (সংসদ) আমাদের কণ্ঠরোধ করতে পারে, কিন্তু বাংলায় আমাদের কণ্ঠরোধ করতে পারবে না।" কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করে সোচ্চার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এদিন ঋতব্রত বলেন, "দেশজুড়ে বাংলাভাষীদের উপর আক্রমণ হচ্ছে। বাংলা বললে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলিতে...সে দিল্লি হোক বা অসম, ছত্তীশগড়, মহারাষ্ট্র সর্বত্র যেন বাংলা বলাটা অপরাধে পরিণত হয়েছে। আমাদের নোটিশ তাই নিয়েই ছিল। উত্তমকুমার ৫০ বছর ধরে ব্রজবাসী বাংলায় থাকেন, তাঁকে NRC নোটিশ পাঠিয়েছে। আসলে বাংলার বিরুদ্ধে আক্রমণ...মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যাপাধ্যায়দের সঙ্গে এঁটে উঠতে না পেরে বাংলাকে এবং বাঙালিকে কোণঠাসা করার চেষ্টা।"
তিনি আরও বলেন, "আমরা তা নিয়ে আজ আলোচনা চেয়েছিলাম, বাংলা ভাষা এমন একটা ভাষা যা রক্ষার জন্য মানুষ প্রাণ দিয়েছিলেন। আমাদের দাবি ওরা মানেনি। অধিবেশন মুলতুবি হয়েছে। আমরা আবার আওয়াজ তুলব। বাপ-দাদার ভাষা রক্ষার আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলন ভোট অবধি চলবে। ওরা এখানে আমাদের কণ্ঠরোধ করতে পারে, বাংলায় আমাদের কণ্ঠরোধ করতে পারবে না।"
গত ২১ জুলাইয়ের শহিদ সভার মঞ্চ থেকেও বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন খোদ তৃমমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূলনেত্রী। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই থেকে প্রতি শনি ও রবিবার রাজ্যের সব ভাষার মানুষকে সঙ্গে নিয়ে ভাষা আন্দোলন চলবে বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন-চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ভয়ঙ্কর অভিযোগ, খাস কলকাতা তুমুল চাঞ্চল্যে হুলস্থূল