Job Scam: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ভয়ঙ্কর অভিযোগ, খাস কলকাতা তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

Job Scam: রীতিমত অ্যাকাডেমি খুলে গ্রাম গঞ্জের তরুণদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রদীপ সাহা নামে এক ব্যক্তি।

Job Scam: রীতিমত অ্যাকাডেমি খুলে গ্রাম গঞ্জের তরুণদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রদীপ সাহা নামে এক ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
job scam west bengal

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ

Job Scam:  চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ। বাংলার বুকে আরও এক দুর্নীতির পর্দা ফাঁস।

Advertisment

দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার প্রত্যন্ত জেলা থেকে সর্বভারতীয় স্তরে বিরাট কৃতিত্ব, উচ্ছ্বাসে ভাসছে আপামোর বাঙালি

রীতিমত অ্যাকাডেমি খুলে গ্রাম গঞ্জের তরুণদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রদীপ সাহা নামে এক ব্যক্তি। তাকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হবে। 

Advertisment

অ্যাভিয়েশন অ্যাকাডেমি খুলে এয়ারপোর্টে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক থাকার প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সংস্থার ডিরেক্টর প্রদীপ সাহাকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে।

একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী, 'সবক' শেখাতে ভয়ঙ্কর কাণ্ড স্বামীর, হাড়হিম করা ঘটনা কলকাতায়

বাঁকুড়ার বাসিন্দা এক ব্যক্তি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করেন যে তার ছেলে পূর্ণেন্দু মন্ডল অ্যাভিয়েশন অ্যাকাডেমির একটি বিজ্ঞাপন দেখতে পায়। যেটি সেক্টর ফাইভে রয়েছে। চাকরির জন্য অনলাইনে সার্চ করতে গিয়ে দেখতে গিয়ে নজরে আসে ওই সংস্থার বিজ্ঞাপন। এর পরই ওই অফিসে যোগাযোগ করা হলে জানায় দমদম এয়ারপোর্ট এ চাকরি করিয়ে দেবে যার জন্য ১ লক্ষ্য ৩৩ হাজার টাকা লাগবে। সেই মত প্রথমে ২০ হাজার টাকা দেয়।এবং বাকি টাকা ওই কম্পানির ডিরেক্টর প্রদীপ সাহাকে দেয় প্রতারিতের পরিবার।

টাকা দেওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও মেলেনি চাকরি। পরিবারের অভিযোগ বারে বারে প্রদীপ সাহার থেকে টাকা চেয়েও তা ফেরত পাওয়া যাচ্ছিল না। তখন প্রতারিত হয়েছে বুঝতে পেরে থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ প্রদীপ সাহাকে গ্রেফতার করে। চক্রের পিছনে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

বাঙালির আবেগ ছুঁতে মরিয়া মমতা! নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে 'মাস্টারস্ট্রোক' TMC সুপ্রিমোর

Job scam