Advertisment

নিশীথের বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে হুংকার BJP রাজ্য-জেলা সভাপতির, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

বাড়ি-ঘেরাও রাজনীতিতে তোলপাড় বাংলা। শাসক-বিরোধী দ্বন্দ্ব তুঙ্গে।

author-image
Joyprakash Das
New Update
BJP warns Tmc about home siege politics

'বাড়ি ঘেরাও রাজনীতি' নিয়ে তোলপাড় পরিস্থিতি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে বিজেপির রাজ্য থেকে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে হুঙ্কার ছেড়েছেন। স্থানীয় ভিত্তিতে শুধু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ৪৮ ঘন্টার মধ্যে ঘেরাও করার হুঁশিয়ারি বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। 'যাঁরা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও করছে তাঁদের বাড়ি ঘেরাও হবে না তার গ্যারান্টি কে দেবে?' হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায়ও। যদিও অভিষেকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisment

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের বিএসএফের গুলিতে মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দেড়শো মিটার দূরে সভামঞ্চ বেধে রাজ্যের মন্ত্রীরা বক্তব্য রাখেন। এদিকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের হুঙ্কার, 'বাড়ি ঘেরাওয়ের ডাকের ফল ভোগ করতে হবে তৃণমূল কংগ্রেসকে।'

publive-image
নিশীথ প্রামাণিকের বাড়ির দেড়শো মিটার দূরে তৃণমূলের বিক্ষোভ সভায় উদয়ন গুহ।

আরও পড়ুন- চায়ের দোকানে ঢুকতেই তৃণমূল নেতাকে পরপর গুলি, রোমহর্ষক-কাণ্ডে হুলস্থূল

বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতি আমরা পছন্দ করি না। সমস্ত দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত তাঁরা যদি মন্ত্রীর বাড়ি ঘেরাও করে তাহলে তাঁদের বাড়িতে ঘেরাও হবে না তেমন তো বলা যায় না। তাঁদের বাড়িও তো ঘেরাও হবে। আমরা সমস্ত ব্যাপারের ওপর নজর রাখছি। আজ আমাদের দলীয় কার্যালয়ে প্রায় দেড় হাজার কর্মী প্রস্তুত। বিক্ষোভ মিছিল হবে। অফিস আছে সেখানে গিয়ে ঘেরাও করুক।' সুকুমার রায়ের হুঙ্কার, 'তৃণমূল বাড়ি ঘেরাওয়ের রাজনীতি করছে। এর ফল ওদের ভুগতে হবে। সাধারণ মানুষ যখন ওদের বাড়ি ঘেরাও করবে তখন কি জবাব দেবে? সামাল দিতে পারবে তো?'

আরও পড়ুন- DA: সোম-মঙ্গল অফিসে না এলে কড়া মাশুল চোকাতে হবে, নির্দেশিকা জারি নবান্নর

রবিবার সকাল থেকেই তৃণমূল কর্মীরা জড়ো হন কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে। মন্ত্রীর বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমনকী ড্রোন দিয়ে ঘটনার ওপর নজরদারি চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন। পাল্টা বিজেপির ঘেরাও কর্মসূচির হুঙ্কারের ঘোষণায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট বলেছেন, 'অভিষেকের বাড়ি ঘেরাও করতে হলে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে আসবেন। হাত-পা ভেঙে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানো হবে।

tmc bjp abhishek banerjee Nisith Pramanik Sukanta Majumder
Advertisment