West Bengal Day: ২০২৬ বিধানসভা নির্বাচনকে 'পাখির চোখ' করেছে বিজেপি। ইতিমধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিমাসেই তাঁকে এই রাজ্যে আসার আহ্বান জানিয়েছে বঙ্গ বিজেপি। আগামী ২০ জুন রাজ্য জুড়ে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে পদ্মশিবির। বঙ্গ বিজেপি সূত্রে খবর, ওই দিন এ রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। এই পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ফের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- অনুব্রত গড়েই দাপট দেখাতে পথে শুভেন্দু, বিরাট হুঙ্কার ছুঁড়ে বাংলা কাঁপালেন বিরোধী দলনেতা
জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু বাংলাতে এখনও পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি গেরুয়া শিবির। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ অধরাই থেকে গিয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানা কৌশল নিয়ে চলেছে বঙ্গ বিজেপি। এবার ঢাকঢোল পিটিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি। কেন পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল তা সাধারন মানুষ, প্রত্য়েকের জানা উচিত বলে মনে করে বিজেপি। গেরুয়া নেতাদের কথায়, ইতিহাস গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে গঠনের শ্রষ্ঠা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস ১ বৈশাখকে বাংলা দিবস হিসাবে পালন করছে। ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবসের মান্যতা দিতে নারাজ তৃণমূল।
আরও পড়ুন- অভয়ার মৃত্যু কাণ্ডের ১০ মাস! বিচারের দাবিতে ফুঁসছে তিলোত্তমা, টালা থানা অভিযানের ডাক, অচল হবে কলকাতা?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে আসার পরপরই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বাংলা বিজেপির সংগঠনের খোলনোলচে তিনি অন্য কেন্দ্রীয় নেতৃত্বের থেকে একটু বেশি জানেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, তাঁরা চাইছেন প্রতিমাসেই যেন নরেন্দ্র মোদী এরাজ্যে আসেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ দিবসের দিন এরাজ্যে নরেন্দ্র মোদী আসুন, সেই মর্মে দিল্লিকে জানিয়েছে রাজ্য নেতৃত্ব। প্রয়োজনে জনসভা হতে পারে নন্দীগ্রামে।
আরও পড়ুন- স্যুটকেস থেকে উদ্ধার শিশু কন্যার ক্ষত-বিক্ষত দেহ, ধর্ষণ-খুনের অভিযোগে চূড়ান্ত চাঞ্চল্য
রাজনৈতিক মহলের মতে, বিজেপি নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বদের এরাজ্যে এনে লাগাতার প্রচারে থাকতে চাইছে। যাতে সংগঠন চাঙ্গা থাকে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা যায়। এর আগের নির্বাচনগুলিতে বারে বারে এরাজ্যে ছুটে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস সম্প্রতি প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে ভোটপাখী বলে কটাক্ষ করতে ছাড়েনি। এদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি বোঝাতে চাইছে যতই তারিখ পরিবর্তন করে বাংলা দিবস পালন করার উদ্যোগ নিক রাজ্য সরকার, ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না।