/indian-express-bangla/media/media_files/2025/06/20/bjp-west-bengal-diwas-bike-rally-police-clash-sukanta-majumdar-2025-06-20-15-15-33.jpg)
বিজেপির পশ্চিমবঙ্গ দিবসে হৈ-হৈ কাণ্ড কলকাতা, পুলিশের সঙ্গে তুমুল বচসা, রণক্ষেত্র পরিস্থিতি
Sukanta Majumder: গতকাল বজবজের পর আজ ফের বেনজির বিক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 'পশ্চিমবঙ্গ দিবস’ ঘিরে উত্তেজনা, শ্যামাপ্রসাদ থেকে নেতাজির বাড়ি যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির রাজ্য সভাপতিকে। এরপরই ধস্তাধস্তি, তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা, বিমানবন্দরের কাছে নির্মাণে নতুন নিয়ম
২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালনকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল রাজ্যে। শুক্রবার কলকাতায় বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে দেখা দিল তীব্র অশান্তি। রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। BJP-র পরিকল্পনা ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নেতাজির বাড়ি পর্যন্ত মিছিল করবেন তাঁদের নেতা-কর্মীরা। সকালে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদানও করা হয়। এরপরই বাইকে শোভাযাত্রা শুরু হতেই পুলিশ বাধা দেয়। বিজেপির অভিযোগ, মহিলা পুলিশ দিয়ে বাইক আটকে দেওয়া হয়। এরপরই ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। বাধা দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকেও। বাধা পেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একাই বাইকে চেপে এগনোর চেষ্টা করেন। পিছনে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী।
ট্রাম্প-মুনির বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা! পাকিস্তানের পাশে আমেরিকা? 'লাদেনকে ভুলে গেল', কটাক্ষ থারুরের
আগের দিনই বজবজে অপ্রীতিকর ঘটনা
এর আগের দিন, বৃহস্পতিবার বজবজে বিজেপির কর্মসূচিতে গিয়ে জুতো ছোড়ার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি এই ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লা-কে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ দিবস বিতর্ক
বিজেপির পক্ষ থেকে ২০ জুনকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে 'বাঙালিদের অপমান' বলে বর্ণনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “শুধুমাত্র ১ বৈশাখই হবে পশ্চিমবঙ্গ দিবস।”
Yesterday in Budge Budge, Diamond Harbour, I was subjected to a brutal, orchestrated attack by TMC-backed criminal mobs, while the @WBPolice stood as mute, spineless spectators.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 20, 2025
The police not only failed to act during the violence—they also failed to take any preventive action,… pic.twitter.com/QGJK7BbRkN
উল্লেখ্য, আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গতকাল বজবজে নজিরবিহীন বিক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয় বলে অভিযোগ। ১০০ দিনের বকেয়ার দাবিতে আজ বিক্ষোভ বলেই দাবি বিক্ষোভকারীদের। যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ গণতন্ত্রকে ধর্ষণ করা হল। পরিকল্পনা করে এই অশান্তি করানো হল। বাংলাদেশিদের দিয়ে অশান্তি সৃষ্টি করানো হচ্ছে বলেও তোপ দাগেন সুকান্ত মজুমদার।