Dilip Ghosh: বিরাট অস্বস্তিতে দিলীপ! শুভেন্দুর জেলায় BJP কর্মীদেরই বিক্ষোভের মুখে দাপুটে নেতা

Internal conflict BJP: এবার নিজের দলেরই নেতা-কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর স্ত্রী গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তাতেও কমেনি বিক্ষোভের আঁচ।

Internal conflict BJP: এবার নিজের দলেরই নেতা-কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর স্ত্রী গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তাতেও কমেনি বিক্ষোভের আঁচ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

BJP workers protest around Dilip Ghosh at Kolaghat: গতকাল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক দিলীপ ঘোষের সহাস্য মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভটা দানা বাঁধতে শুরু করে দিয়েছিল। এবার কোলাঘাটে দলেরই নেতা-কর্মীদের বেনজির বিক্ষোভের মুখে পড়তে হল বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে।

Advertisment

জানা গিয়েছে, বৃহস্পতিবার কোলাঘাটের একটি জায়গায় চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। নির্ধারিত সময় সেখানে স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। দিলীপ ঘোষ সেখানে যেতেই তাকে ঘিরে চূড়ান্ত বিক্ষোভ শুরু করে দেন এলাকার স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। ডাকাবুকো দিলীপ ঘোষকে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান। দিলীপ ঘোষকে ঘিরে তারই দলের নেতা-কর্মীদের এমন বিক্ষোভ সম্ভবত নজিরবিহীন। কেউ কেউ বলতে থাকেন, "দিলীপদা আপনি ভুল করেছেন"। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়েছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা তাঁর কথাও শুনতে রাজি হননি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কু এদিন বলেছেন, "পার্টির মধ্যে এখন তিনটি লাইন চলছে।"

দলের নেতা-কর্মীদের এই বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে বলেছেন, "কাল বিজেপিতে এসেছে আজ আমাকে শেখাচ্ছে। নতুন নতুন বিজেপি হয়েছে। হঠাৎ বিজেপি করেছ, হঠাৎ এসেছে, হঠাৎই যাবে। আমরা রক্ত-ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছি। দিলীপ ঘোষ আসল কথা বলছে বলেই এসব করছে।"

আরও পড়ুন- Kolkata News Live Update: 'দিলীপকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল', প্রবীণ BJP নেতার মন্তব্যে শোরগোল

Advertisment

 দিলীপ ঘোষের বিরুদ্ধে এদিন মেদিনীপুরেও বিজেপির কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। সেখানেও দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এত কিছু সত্ত্বেও দিলীপ ঘোষ নিজের অবস্থানেই অনড়। তাঁর দাবি, তিনি ভুল কিছু করেননি।

আরও পড়ুন- Dilip Ghosh: 'মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে', তিরিক্ষি মেজাজ দিলীপের, নিশানায় কে?

গতকাল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন হয়েছে। সরকারের তরফে বিরোধী নেতা-নেত্রীদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদারকেও। বিজেপির অন্য কোনও নেতা গতকাল মন্দিরের উদ্বোধনে উপস্থিত না থাকলেও দিলীপ ঘোষ তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে সেখানে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গতকাল সস্ত্রীক দিলীপ ঘোষকে দিঘার জগন্নাথ থামে স্বাগত জানিয়েছিলেন।

আরও পড়ুন- Madhyamik result 2025: মাধ্যমিকের ফল জানা যাবে ইন্ডিয়ান এক্সপ্রেসে লগ ইন করেও, কীভাবে দেখবেন রেজাল্ট?

তবে দিলীপ ঘোষের এভাবে জগন্নাথ ধামে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাটা ভালোভাবে নেননি রাজ্য বিজেপির কোনও নেতাই। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ সহ বিজেপির ছোট-বড় সব নেতাই দিলীপ ঘোষের গতকালের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

dilip ghosh CM Mamata banerjee Bengal BJP bjp