Kolkata News Highlights: 'দিলীপকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল', প্রবীণ BJP নেতার মন্তব্যে শোরগোল

West Bengal News Highlights 1 May 2025: রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের একেবারে টাটকা আপডেট জানুন। এক ক্লিকেই জেনে যান সব আপডেট।

West Bengal News Highlights 1 May 2025: রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের একেবারে টাটকা আপডেট জানুন। এক ক্লিকেই জেনে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip Ghosh

News in Bengal Highlights:গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest Kolkata News Highlights:'দিলীপকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল'। এবার পুরোদমে সোচ্চার হলেন বর্ষীয়ান BJP নেতা তথাগত রায়। এরই পাশাপাশি আরও একবার দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গতকাল দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথাও হয়েছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে তথাগত রায় বলেন, "এর মধ্যে যে রাজনীতির গন্ধ রয়েছে সেটাকে অস্বীকার করাটা ন্যাকামি হবে। এর মধ্যে রাজনীতির গন্ধটা পাচ্ছি। উনি কোন পথে চলেছেন তার একটা আভাস পাচ্ছি।"

Advertisment

গতকাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী নিজে তাঁকে স্বাগত জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল কিছুক্ষণ কথাও বলেছেন বিজেপি নেতা। আজ দিঘার সমুদ্র পাড়ে মর্নিংওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ যা বললেন, তাতে ফের বেড়েছে চর্চা। তিনি এদিন বলেন, "আমরা সেই পার্টিকে মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রাণাম করেছেন। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, এখন অন্যদিকে চলে গেছেন বলে শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীততে আমার কোনও শত্রু নেই। সবাইকে মিত্র করার চেষ্টা করি।"

  • May 01, 2025 15:56 IST

    Kolkata News Live:মর্মান্তিক মৃত্যু শিশু-কন্যার

    গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়ে মালদার মানিকচকের পশ্চিম নারায়নপুর এলাকায়।জানা গেছে মৃত নাবালিকার নাম খুশি মন্ডল (১১)।নারায়নপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে। বাবা কৃষ্ণ মন্ডল পেশায় দিনমজুর। বৃহস্পতিবার গ্ৰামের অনান্য বন্ধুদের সাথে স্থানীয় গঙ্গায় স্নান করতে যায় খুশি। জলে নামতেই পা ফসকে গভীর জলে তলিয়ে যায় সে। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় খুশিকে উদ্ধার করা সম্ভব হয়। মানিকচক গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।



  • May 01, 2025 15:56 IST

    Kolkata News Live:জলে ডুবে মৃত্যু ২ কিশোরের

    নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া থানার বাহারাল এলাকায়। জানা গেছে, মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি ও সেখ বাপি। এদের মধ্যে ইমরানের বয়স ১৪ বছর। স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাপি সেখের বয়স ১৫ বছর। নবম শ্রেণির ছাত্র। তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল কসবা গ্রামে। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নুরপুর ব্রিজের কালিন্দি নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নানে নেমে দুজনই জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এবং কিছুক্ষণ পরে দুজনকেই নিথর অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। 



  • Advertisment
  • May 01, 2025 15:39 IST

    Kolkata News Live:বড়বাজারে মুখ্যমন্ত্রী

    বড়বাজারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের মেছুয়া ফলপট্টি চত্বরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই হোটেল ঋতুরাজে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এদিন মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, মন্ত্রী শশী পাঁজা, কলকাতার পুলিশ কমিশনার সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার বেশ কয়েকটি বহুতলের ভগ্নপ্রায় দশা নিয়েও ফের একবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

    বিস্তারিত পড়ুন-Mamata Banerjee: 'ভোট না দিলে না দিন, জীবনটা আগে বাঁচান', বড়বাজারে গিয়ে অনুরোধ মুখ্যমন্ত্রীর



  • May 01, 2025 15:08 IST

    Kolkata News Live:বিরাট অস্বস্তিতে দিলীপ!

    গতকাল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক দিলীপ ঘোষের সহাস্য মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভটা দানা বাঁধতে শুরু করে দিয়েছিল। এবার কোলাঘাটে দলেরই নেতা-কর্মীদের বেনজির বিক্ষোভের মুখে পড়তে হল বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কোলাঘাটের একটি জায়গায় চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। নির্ধারিত সময় সেখানে স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। দিলীপ ঘোষ সেখানে যেতেই তাকে ঘিরে চূড়ান্ত বিক্ষোভ শুরু করে দেন এলাকার স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। দিলীপ ঘোষকে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান। দিলীপ ঘোষকে ঘিরে তারই দলের নেতা-কর্মীদের এমন বিক্ষোভ সম্ভবত নজিরবিহীন। কেউ কেউ বলতে থাকেন, "দিলীপদা আপনি ভুল করেছেন"। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়েছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা তাঁর কথাও শুনতে রাজি হননি।তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কু এদিন বলেছেন, "পার্টির মধ্যে এখন তিনটি লাইন চলছে।"

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: বিরাট অস্বস্তিতে দিলীপ! শুভেন্দুর জেলায় BJP কর্মীদেরই বিক্ষোভের মুখে দাপুটে নেতা



  • May 01, 2025 14:38 IST

    Kolkata News Live:ফের আগুন কলকাতায়

    ফের আগুন কলকাতা শহরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বাগুইআটির চিনার পার্কে একটি রেস্তোরাঁয় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় বাগুইআটি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। দুরন্ত তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান দমকল আধিকারিকদের। তবে এখনও এব্যাপারে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেননি তাঁরা। 



  • May 01, 2025 13:06 IST

    Kolkata News Live: মাধ্যমিকের ফল জানা যাবে ইন্ডিয়ান এক্সপ্রেসে লগ ইন করেও

    শুক্রবার ২ মে প্রকাশিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। আগামিকাল সকাল ৯ঃ৪৫-এ বিভিন্ন ওয়েবসাইট ছাড়াও বেশ কিছু মোবাইল অ্যাপ মারফত ফলাফল জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটের পাশাপাশি আগামিকাল মাধ্যমিকের ফলাফল জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের নিম্নে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে পরীক্ষার ফল জেনে নিতে পারেন পরীক্ষার্থীরা। 

    বিস্তারিত পড়ুন- Madhyamik result 2025: মাধ্যমিকের ফল জানা যাবে ইন্ডিয়ান এক্সপ্রেসে লগ ইন করেও, কীভাবে দেখবেন রেজাল্ট?



  • May 01, 2025 12:00 IST

    Kolkata News Live: কমল গ্যাসের দাম

    মাস পয়লায় বড়সড় স্বস্তি! সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমানো হল। একধাক্কায় ১৭ টাকা কমল গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডারের নতুন এই দাম বুধবার মাঝরাত থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। দেশের বিভিন্ন শহরের পাশাপাশি কলকাতাতেও গতকাল মাঝরাত থেকেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা করে কমেছে। বুধবার মধ্যরাত থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি। বৃহস্পতিবার থেকে কলকাতায় প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৮৫১ টাকা ৫০ পয়সা। গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৬৮ টাকা ৫০ পয়সা। 

    বিস্তারিত পড়ুন- LPG gas price: মাস পয়লায় বড়সড় স্বস্তি! এক ধাক্কায় কত টাকা কমল গ্যাসের দাম?



  • May 01, 2025 11:38 IST

    Kolkata News Live: হাসপাতালে সৌগত রায়

    হঠাৎই অসুস্থ দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবারই তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হার্টের সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন সৌগত রায়। অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত সৌগত রায়কে বেলঘিরায়র ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপরেই পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।



  • May 01, 2025 11:04 IST

    Kolkata News Live: ২০০-র বেশি লোকাল ট্রেন বাতিল

    দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর ডিভিশনে আগামী ১৯ দিনের জন্য বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং সিগন্যাল ব্যবস্থার উন্নয়নের কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ৩০ এপ্রিল থেকে আগামী ১৮ মে পর্যন্ত একটানা ১৯ দিন ধরে হাওড়া-খড়গপুর ডিভিশনে ২০০-রও বেশি লোকাল ট্রেন এবং বহু দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও বহু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Train Cancellation: একটানা ১৯ দিনের ভোগান্তি, দফায়-দফায় ২০০-র বেশি লোকাল ট্রেন বাতিল



  • May 01, 2025 10:30 IST

    Kolkata News Live: হোটেল ঋতুরাজের মালিক-ম্যানেজার গ্রেফতার

    অবশেষে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ঋতুরাজ হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। গতকালই হোটেলের মালিক ও অন্য আধিকারিকদের খোঁজে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ দল। শেষমেশ হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন হোটেল মালিক আকাশ চাওলা এবং ওই হোটেলের ম্যানেজার গৌরব কপুর।

    বিস্তারিত পড়ুন- Hotel Fire Kolkata: পালিয়েও হল না শেষ রক্ষা! বড়বাজারের হোটেল ঋতুরাজের মালিক-ম্যানেজার গ্রেফতার



  • May 01, 2025 09:40 IST

    Kolkata News Live: দুপুর গড়ালেই জোরালো দুর্যোগ

    আজও একাধিক জেলায় তুমুল ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন পাঁচেক জেলায়-জেলায় দফায়-দফায় এই ঝড়-জলের পালা চলবে বলে মনে করছে হাওয়া অফিস।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: তুমুল বৃষ্টির দোসর আজ কালবৈশাখী! দুপুর গড়ালেই জোরালো দুর্যোগ কোন কোন জেলায়?



  • May 01, 2025 09:39 IST

    Kolkata News Live: তিরিক্ষি মেজাজ দিলীপের

    গতকাল দিঘায় (Digha) নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীর পাশে বসে হাসিমুখে বেশ কিছু কথাবার্তাও বলতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে রাজ্য BJP-র অন্দরে কার্যত সুনামি বয়ে যায়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-সহ বিজেপির ছোট-বড় সবস্তরের নেতা দিলীপ ঘোষের এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাসনে বসা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন। তবে সব সমালোচনার জবাব এবার নিজেই দিলেন দিলীপ। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে', তিরিক্ষি মেজাজ দিলীপের, নিশানায় কে?



Jagannath Temple fire Bengali News Today news in west bengal news of west bengal