Dilip Ghosh: 'মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে', তিরিক্ষি মেজাজ দিলীপের, নিশানায় কে?

Dilip Ghosh-Mamata Banerjee: বৃহস্পতিবার দিঘার সমুদ্র পাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, "আমার পাড়ায় তৃণমূল নেতার পরিবারে বিয়ে হচ্ছে, কিন্তু সে তৃণমূল করে বলে আমি বিয়েতে যাব না?"

Dilip Ghosh-Mamata Banerjee: বৃহস্পতিবার দিঘার সমুদ্র পাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, "আমার পাড়ায় তৃণমূল নেতার পরিবারে বিয়ে হচ্ছে, কিন্তু সে তৃণমূল করে বলে আমি বিয়েতে যাব না?"

author-image
Debanjana Maity
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

BJP-Dilip Ghosh: গতকাল দিঘায় (Digha) নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসিমুখে বেশ কিছু কথাবার্তাও বলতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে রাজ্য BJP-র অন্দরে কার্যত সুনামি বয়ে যায়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-সহ বিজেপির ছোট-বড় সবস্তরের নেতা দিলীপ ঘোষের এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাসনে বসা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন। তবে সব সমালোচনার জবাব এবার নিজেই দিলেন দিলীপ। 

Advertisment

কী বললেন দিলীপ ঘোষ?

"মন্দির যেই তৈরি করুন, ভগবান সবার হয়। কালীঘাট, তারকেশ্বরের মন্দিরকে তৈরি করেছন তা আমরা জানি না। ভগবানকে সবাই মানি। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। পশ্চিমবঙ্গে সবেতেই রাজনীতি হয়। আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, তাদের বলব বিজেপি করতে গেলে হতশায় ভুগবেন না। চোখের জল ফেলবেন না। আমরা পার্টি দাঁড় করিয়েছি, রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। বিজেপি কর্মীরা ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন কর্মীদের মধ্যে ভয়-সন্দেহ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই অপসংস্কৃতি ঢুকেছে পার্টি পিছোচ্ছে।"

'যারা BJP-তে করে খাচ্ছে তাঁদেরই বেশি পেট ব্যথা হচ্ছে'

Advertisment

তিনি আরও বলেন, "দিলীপ ঘোষ ৪২ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে। ১০ বছর ধরে রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা BJP-তে এসে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তার দরকার নেই। দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আবার আনন্দিতও। কোনওটারই দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে। কিন্তু সেটা হওয়ার চান্স নেই।"

আরও পড়ুন- Kolkata Weather Update today: তুমুল বৃষ্টির দোসর আজ কালবৈশাখী! দুপুর গড়ালেই জোরালো দুর্যোগ কোন কোন জেলায়?

'মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে থাকলে বন্ধু আর অন্যদিকে গেলে শত্রু হয়েছেন, এটা মনে করি না' 

"কেউ বলছে ৫৭ জন শহিদ হয়েছে, তারা ভাবছেন ২১ সালে বোধ হয় বিজেপি তৈরি হয়েছে। ২৫৭ জন শহিদ হয়েছেন। আমার সময়ে তারা প্রাণ দিয়েছেন। তারপর আমরা ৭৭ সিট জিতেছিলাম। আজ এক ডজন বিধায়ক আমাদের ছেড়ে চলে গেছেন। এমপি চলে যাচ্ছে। পঞ্চায়েত, জেলা পরিষদ সদস্য ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি, আমাদের রাস্তা ঠিক আছে। ভয় পাবেন না। আমরা সেই পার্টিকে মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রাণাম করেছেন। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, এখন অন্যদিকে চলে গেছেন বলে শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীততে আমার কোনও শত্রু নেই। সবাইকে মিত্র করার চেষ্টা করি।"

আরও পড়ুন- Dilip Ghosh: মমতার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ, পদ্ম ছেড়ে ঘাসফুলে ডাকাবুকো নেতা? ঝড় বইছে বঙ্গ বিজেপিতে

'পাড়ায় তৃণমূল নেতার পরিবারে বিয়ে হলে যাব না?'

"আমার পাড়ায় তৃণমূল নেতার পরিবারে বিয়ে হচ্ছে, কিন্তু সে তৃণমূল করে বলে আমি বিয়েতে যাব না? এই ধরনের জঘন্য রাজনীতি দিলীপ ঘোষ করে না। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে তবে সেই মেয়ের বাড়িতে আমি যাব না? এই রাজনীতি দিলীপ ঘোষ করে না। যারা বিজেপিতে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা দিলীপ ঘোষকে চেনে না। যারা '২০-'২১ সালে বিজেপিতে এসেছে তারা বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে কেউ কেউ বিজেপি দেখাচ্ছে, দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না।"

আরও পড়ুন- Dilip Ghosh Digha Jagannath Temple: 'ত্যাগী যখন ভোগী', জগন্নাথ ধামে যাওয়া নিয়ে দিলীপকে প্রবল কটাক্ষ, প্রশ্নবাণে বিদ্ধ ডাকাবুকো বিজেপি নেতা

'যারা চারটে বিয়ে করে, ১৪ টা গার্লফ্রেন্ড রাখে তারা দিলীপ ঘোষকে ত্যাগী, ভোগী বলছে' 

"বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। চরিত্র নিয়ে কথা বলেছে কেউ কেউ, তারা কালীঘাটের উচ্ছ্বিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে। আজ বিজেপির উচ্ছ্বিষ্ট খেয়ে বেঁচে আছে। তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা চারটে বিয়ে করে, ১৪ টা গার্লফ্রেন্ড রাখে তারা দিলীপ ঘোষকে ত্যাগী, ভোগী বলছে। আহাম্মক।" 

dilip ghosh bjp tmc mamata