RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এই আধিকারিক। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার আরজি করে তরুণী চিকিৎসক-খুন ও ধর্ষণের ঘটনাতেও তাকে গ্রেফতার করা হয়েছে। CBI-এর অভিযোগ, তদন্ত প্রক্রিয়ার মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি দেরিতে FIR সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ। গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও। শনিবার দুপুরে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল টালা থানার ওসিকে। মোট তিনজন কলকাতা পুলিশের আধিকারিককে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকাল গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এর আগে ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবার একই মামলায় গ্রেফতার হলেন টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
এদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আদালতে তোলা হবে। সন্দীপ ঘোষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে।
আরও পড়ুন- Dev on Mamata: জট কাটাতে মুখ্যমন্ত্রীর দুরন্ত উদ্যোগ, প্রশংসায় ভরালেন অভিনেতা দেব
শনিবার এই মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। এদিকে চিকিৎসক ধর্ষণ করেও সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ায় উচ্ছ্বাস দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। তাঁরা জানিয়েছেন, তাঁদের অভিযোগ যে শুরু থেকেই ঠিক ছিল, তা খুনের মামলাতে সন্দীপ ঘোষের গ্রেফতারিতে স্পষ্ট হল।
আরও পড়ুন- RG Kar Case: মঞ্চ আলো করে সাংসদ-বিধায়কের মাঝে আরজি কর কাণ্ডের বিতর্কিত চিকিৎসক, চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব