Kalyani Blast: আবারও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এবার ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর রথতলা। শুক্রবার দুপুরে আচমকা ওই বাজি কারখানায় বিরাট বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে কমপক্ষে চারজনের মৃত্যুর আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কল্যাণীর রথতলা এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। কারখানার ভিতরের দেওয়ালও ভেঙে পড়েছে। বিস্ফোরণের পরেই ওই কারখানায় দাউদাউ করে আগুন ধরে যায়। কারখানার ভেতরে থাকা বেশ কয়েকজনের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে দমকলকে সাহায্য করেছেন স্থানীয় বাসিন্দারা। আতশবাজি তৈরির সময়ে কোনওভাবে তা ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। অনেকে শর্টসার্কিট থেকেও এই বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
আরও পড়ুন- West Bengal News Live: 'পরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন রুখে দিচ্ছে', বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের
এর আগেও রাজ্যের একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। গত বছরের একেবারে শেষের দিকে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি তৈরির সময় আচমাক বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুরের এগরাতেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল দেখেছে বাংলা। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে উত্তর ২৪ পর দত্তপুকুরেও। সেখানে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন- Purba Bardhaman News: চেয়ারে শরীর-টেবিলে ঠ্যাং! ক্লাসরুমে প্রধান শিক্ষকের 'ভাত-ঘুম' মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল