/indian-express-bangla/media/media_files/2025/02/07/SeHgNTf9lXvhMcKL8pKz.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: চা-বাগানে উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে টি-ট্যুরিজম। তাই চা-বাগান পর্যটন নিয়ে তীব্র আপত্তি জানাল পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডিমিনিস্ট্রেশন বা জিটিএ। পাহাড়ে চা-বাগানে কোনও রকম হোমস্টে বা রিসর্ট করা যাবে না বলে সাফ জানিয়েছেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। এমন কোনও উদ্যোগ পাহাড়ে নিতে দেবে না জিটিএ, জানিয়েছেন অনীত। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই ঘোষণা করেছেন, চা-বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহৃত হবে। ফলে অনীতের হুঁশিয়ারিতে পাহাড়ে ফের রাজনৈতিক অস্থিরতার আভাস পাচ্ছে ওয়াকিবহাল মহল।
সদ্য প্রকাশিত কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদী সরকারকে তুলোধোনা তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা। বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রকল্পে বাংলার কেন্দ্রের কাছে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়া টাকাও মেটানো হচ্ছে না।" দিন কয়েক আগে প্রকাশিত কেন্দ্রীয় বাজেট নিয়ে এভাবেই ভরা সংসদে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাময়িক স্বস্তি পেলেন সন্দীপ ঘোষ। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ-সহ আরও তিনজনকে সিবিআইয়ের চার্জশিট পড়ে দেখার ক্ষেত্রে বাড়তি কিছুটা সময় দিল আদালত। তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘোষ সহ বাকি তিন অভিযুক্ত। তাঁদের সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে, নৈরাজ্যের বাংলাদেশে হিংসার আগুন জ্বলছেই। শেখ মুজিবুর রহমানের ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে মৌলবাদীরা। বাংলাদেশের সংবাদমাধ্যম 'কালের কন্ঠ'-এর প্রতিবেদন অনুযায়ী, ধানমণ্ডির বাড়িতে ভাঙচুরের এই ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই কাঠগড়ায় তুলেছে মহম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশ সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।"
-
Feb 07, 2025 18:54 IST
West Bengal News Live: হুকিং কাটতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত WBSEDCL কর্মীরা
পুলিশের পর এবার বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেন তৃণমূলের নেতা ও তাঁর সাগরেদদের হাতে। তৃণমূল নেতার বাড়ির ‘হুকিং’ কাটতে গিয়েই বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী ও আধিকারিকরা তৃণমূল নেতার রোষানলে পড়ে প্রহৃত হন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ঘটে মঙ্গলকোট থানার ইরসোন্ডা গ্রামে।
-
Feb 07, 2025 17:48 IST
West Bengal News Live: রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি
রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি-সহ তিন তৃণমূল কর্মী। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আবদুল তোওয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেফতচার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে।
-
Feb 07, 2025 17:40 IST
West Bengal News Live: পাহাড়ের চা-বাগান নিয়ে বিরাট হুঁশিয়ারি GTA চেয়ারম্যান অনীত থাপার
চা-বাগানে উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে টি-ট্যুরিজম। তাই চা-বাগান পর্যটন নিয়ে তীব্র আপত্তি জানাল পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডিমিনিস্ট্রেশন বা জিটিএ। পাহাড়ে চা-বাগানে কোনও রকম হোমস্টে বা রিসর্ট করা যাবে না বলে সাফ জানিয়েছেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। এমন কোনও উদ্যোগ পাহাড়ে নিতে দেবে না জিটিএ, জানিয়েছেন অনীত। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই ঘোষণা করেছেন, চা-বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহৃত হবে। ফলে অনীতের হুঁশিয়ারিতে পাহাড়ে ফের রাজনৈতিক অস্থিরতার আভাস পাচ্ছে ওয়াকিবহাল মহল।
-
Feb 07, 2025 14:56 IST
West Bengal News Live:ক্লাসরুমে প্রধান শিক্ষকের 'ভাত-ঘুম'
পড়াশোনা লাটে তুলে দিয়ে ক্লাস ঘরের চেয়ারে হেলান দিয়ে দু’পা টেবিলের উপর রেখে গভীর ঘুম খোদ প্রধান শিক্ষকের। পড়ুয়ারা খেলে বেড়াচ্ছে স্কুলের মাঠে। শিক্ষকের এই ঘুমের ভিডিও সোশ্যাল ভিডিও-য় রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে ভিডিওটি তোলপাড় ফেলে দিয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: চেয়ারে শরীর-টেবিলে ঠ্যাং! ক্লাসরুমে প্রধান শিক্ষকের 'ভাত-ঘুম' মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
-
Feb 07, 2025 13:19 IST
West Bengal News Live:বিরাট ধাক্কা রাজ্য সরকারের
আরজি কর মামলায় বিরাট ধাক্কা রাজ্য সরকারের। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। তবে রাজ্যের আবেদন গ্রহণই করল না উচ্চ আদালত। 'এই মামলায় সর্বোচ্চ সাজা চাইতে পারে না রাজ্য সরকার। এই মামলা করার অধিকার একমাত্র রয়েছে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই-এর।" স্পষ্ট জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
-
Feb 07, 2025 13:05 IST
West Bengal News Live:প্রবল সমালোচনার মুখে বিবৃতি ইউনুস সরকারের
বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নিশানই রাখতে চায় না মৌলবাদীরা। ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ মনদতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু সাক্ষ্য বহনকারী ধানমণ্ডির ওই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা ধেয়ে আসায় এবার পরপর বিবৃতি বাংলাদেশ সরকারের।
বিস্তারিত পড়ুন- Bangladesh:ভাঙচুর-অগ্নি সংযোগে কড়া ব্যবস্থা, প্রবল সমালোচনার মুখে বিবৃতি ইউনুস সরকারের
-
Feb 07, 2025 13:03 IST
West Bengal News Live:নির্যাতিতার পরিবারকে তাড়াহুড়োয় মানা
আরজি করের (RG Kar) নির্যাতিতার পরিবারকে তাড়াহুড়ো করতে মানা সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবা-মা তাদের দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন এই মামলা নিয়ে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
বিস্তারিত পড়ুন- RG Kar: আরজি কর মামলা, নির্যাতিতার পরিবারকে তাড়াহুড়োয় মানা সুপ্রিম কোর্টের
-
Feb 07, 2025 11:46 IST
West Bengal News Live:শিল্প সম্মেলনকে কটাক্ষ নওশাদের
বিশ্ব বঙ্গ বাণিজ্য (Bengai Global Business Summit) সম্মেলন নিয়ে কটাক্ষ ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর। 'জনগণের ট্যাক্সের টাকায় বাণিজ্য সম্মেলনের নামে মহোৎসব করছে সরকার', রাজ্যকে বিঁধে এমনই মন্তব্য করেন নওশাদ। আতঙ্কের জেরেই তাঁদের দলের সভায় দিকে দিকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
-
Feb 07, 2025 11:00 IST
West Bengal News Live:যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার
নিউটাউন লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। এখনও পর্যন্ত তরুণীর নাম ও পরিচয় জানা যায়নি। তদন্তে নিউটাউন থানার পুলিশ।
-
Feb 07, 2025 10:41 IST
West Bengal News Live:বঙ্গে কুম্ভস্নান মহোৎসবের সূচনা ও ভূমি পুজো ২০২৫
উত্তর প্রদেশের প্রয়াগের পরেই ভারতীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী। ‘ ত্রিবেণী ’ কথার অর্থ তিন নদীর মিলনস্থল । যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে। সনাতন হিন্দুদের কাছে উত্তর প্রদেশের প্রয়াগের পরেই বাংলার ত্রিবেণীর স্থান । প্রাচীন ইতিহাস, মহাকাব্য, মঙ্গলকাব্য , সাহিত্য ইত্যাদিতে বাংলার ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। আনুমানিক প্রায় ৭০০ বছর আগে এই ত্রিবেণীতে অনুষ্ঠিত হয়েছিল কুম্ভমেলা । শোনা যায় মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগর থেকে স্নান সেরে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে অবস্থান করতেন। আর মাঘ মাসের সংক্রান্তিতে স্নান সারতেন। সেই ধারাকে ফিরিয়ে আনতে ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি স্থানীয় সপ্তর্ষি ঘাটে আয়োজন করেছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। আগামী ১১ , ১২ ও ১৩ ই ফেব্রুয়ারি তিন দিন ধরে চলবে এই মহোৎসব। ১২ ফেব্রুয়ারি হবে শাহী স্নান। উৎসব শুরুর আগে গঙ্গার তীরে স্থানীয় মাঠে হল ভূমি পুজো এবং ধজ্জা উত্তোলন। চলে বৈদিক মন্ত্রপাঠ ও হোম। উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের সাধু সন্তরা।
-
Feb 07, 2025 09:50 IST
West Bengal News Live:দুর্ঘটনায় জখম শিশু-সহ ৫
দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের দুর্ঘটনা। জখম দুই বছরের ওই শিশু-সহ মোট পাঁচজনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়। আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
-
Feb 07, 2025 09:48 IST
West Bengal News Live: আরও নামবে পারদ
হুড়মুড়িয়ে পারদ নামল জেলায়-জেলায়। তারই জেরে রাজ্যজুড়ে জোরালো শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে জেলায়-জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। অর্থাৎ একেবারে শেষবেলায় ফের একবার দাপট দেখাতে পারে শীত। সরস্বতী পুজোর পর থেকে শীতের আমেজ রাজ্যজুড়ে ফিকে হয়ে গিয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিনেই আবারও জোরালো শীতের আমেজ।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: শীত ফিরল বঙ্গে! এবার আরও নামবে পারদ, জানুন আবহাওয়ার টাটকা আপডেট