Body found in Trolley Bag: কুমোরটুলি-কাণ্ডের কথা জেনে শিউরে উঠেছেন, মুখ খুললেন নিহত সুমিতার প্রাক্তন স্বামী

Body found in Trolley Bag: মধ্যমগ্রামের বাসিন্দা সুমিতা ঘোষের এমন নৃশংস পরিণতি জেনেছেন তাঁর প্রাক্তন স্বামী সুদীপ্ত ঘোষ। বর্ধমানের নাদনঘাটের এই বাসিন্দা সব জেনে স্তম্ভিত হয়ে পড়েছেন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Body found in Trolley Bag in kolkata Ex husband of deceased Sumita Ghosh is shocked after hearing the news: কুমোরটুলির গঙ্গার ঘাটে ট্রলিব্যাগে মৃতদেহ, সুমিতা ঘোষ,পূর্ব বর্ধমান

Body found in Trolley Bag: ছবির বাঁদিকে নিহত সুমিতা ঘোষের প্রাক্তন স্বামী। ডানদিকে সেই ট্রলিব্যাগ।

Body found in Trolley Bag in kolkata: প্রাক্তন স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে দেহাবশেষ ট্রলিব্যাগে ভরে কলকাতার কুমোরটুলির গঙ্গায় ফেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই মহিলা। প্রাক্তন স্ত্রী সুমিতা ঘোষের এমন ভয়ঙ্কর পরিণতির কথা জানতে পেরে শিউরে উঠেছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট কালীতলা এলাকার বাসিন্দা সুদীপ্ত ঘোষ। তাঁর কথায়, "টিভিতেই ঘটনাটা জানতে পারি। আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। সুমিতা তো নিজেই আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। এখন আমার আর কি বা করার আছে, কি বা বলার আছে!" 

Advertisment

কুমোরটুলির গঙ্গার ঘাটে ট্রলিব্যাগে এক বয়স্ক মহিলার মুণ্ডহীন কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনা জেনে হতবাক রাজ্যবাসী। ঘটনা জেনে শিউরে ওঠেন সুদীপ্ত ঘোষও। নিহত সুমিতা ঘোষ তাঁরই বিবাহবিচ্ছিন্না স্ত্রী। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্ত্রী সুমিতাকে এমন নৃশংসভাবে খুনের কথা জেনে স্তম্ভিত সুদীপ্ত ঘোষ। তিনি বলেন, "ঘটনার কথা শুনে আমার খারাপ লেগেছে। কিন্তু আমার কি বা করার আছে। সুমিতা ঘোষের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। কিন্তু টেকেনি সংসার। ২০১৭-১৮ সালে আমাদের স্মামী ও স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটে।" কী কারণে বিচ্ছেদ? সে প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গিয়েছেন সুদীপ্ত ঘোষ। 

যদিও নাদনঘাটের কালীতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ২০০৪ সালে সুদীপ্ত ঘোষের সঙ্গে বিয়ে হয় সুমিতা ঘোষের। তাঁদের ১৩-১৪ বছরের দাম্পত্য জীবন সুখ-দুঃখের মধ্যেই কাটছিল। তারই মধ্যে মাথাচাড়া দেয় পারিবারিক অশান্তি। ছিন্ন হয় সুদীপ্ত ও সুমিতার সম্পর্ক। ২০১৭-১৮ সালে তাদের দাম্পত্য জীবনে পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটে তাঁদের।

আরও পড়ুন- Body found in Trolley Bag:শাশুড়ির দেহ টুকরো টুকরো করতে মায়ের সাহায্য নেয় মেয়ে, হাড়হিম করা তথ্য পেল পুলিশ

Advertisment

এক সময়ে বাইরে বেসরকারি সংস্থায় চাকরি করতেন সুদীপ্ত। তাই তখন তিনি গ্রামের বাড়িতে খুব কমই থাকতেন। তাঁর স্ত্রী সুমিতাও বাইরে থাকতেন। মাঝে মধ্যে গ্রামে শ্বশুরবাড়িতে তিনি থাকতেন। বিবাহ বিচ্ছেদের পর থেকে সুদীপ্ত ঘোষ এখন আর কিছু করেন না। এলাকার বাসিন্দারাও  সুমিতা ঘোষের এমন নৃশংস পরিণতির কথা জেনে স্তম্ভিত। 

আরও পড়ুন- West Bengal News Live: খাস কলকাতার রাস্তায় যুবকের রক্তাক্ত দেহ, হাড়হিম কাণ্ডে তোলপাড়

Bengali News Today Purba Bardhaman Body Found news in west bengal news of west bengal Body found in Trolley Bag