/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/38698bjp1.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপির ৩২ জন নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পরাজিত প্রার্থী থেকে একাধিক নিষ্ক্রিয় নেতার কেন্দ্রীয় নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে। একাধিক জেলা সভাপতির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা উঠল বিদ্রোহী প্রাক্তন সাংসদ জন বার্লারও।
দোষী রাজনীতিকদের চিরতরে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া ঠিক হবে না, সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে জানিয়েছে মোদী সরকার। সম্প্রতি শীর্ষ আদালতে এক আইনজীবী দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়ার আর্জি জানিয়ে মামলা করেন। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। তারই ভিত্তিতে এবার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, একজন সাংসদকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়াটা ঠিক হবে না, এ ব্যাপারে সংসদই পদক্ষেপ করতে পারে।
শহর কলকাতায় প্রকাশ্য রাস্তা থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় টেকনিশিয়ান স্টুডিওর পাশে রাস্তা থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রাই মৃতদেহটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অনুপ মণ্ডল। বছর পঁয়ত্রিশের ওই যুবক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
-
Feb 26, 2025 18:28 IST
West Bengal News Live: চাকা ফেটে বিপত্তি, কুম্ভস্নান সেরে ফেরার পথে গলসিতে উল্টে গেল পুণ্যার্থীদের গাড়ি, আহত ২৮
কুম্ভস্নান সেরে ফেরার পথে অঘটন। আচমকা গাড়ির সামনের চাকা ফেটে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়লেন তীর্থযাত্রীরা। তাঁদের গাড়িটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। বুধবার শিবরাত্রির দিন দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় গাড়ির চাল- সহ কমবেশি ২৮ জন তীর্থযাত্রী জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্তরা সকলে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
-
Feb 26, 2025 17:59 IST
West Bengal News Live: বঙ্গ বিজেপির ৩২ জন নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপির ৩২ জন নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পরাজিত প্রার্থী থেকে একাধিক নিষ্ক্রিয় নেতার কেন্দ্রীয় নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে। একাধিক জেলা সভাপতির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা উঠল বিদ্রোহী প্রাক্তন সাংসদ জন বার্লারও।
-
Feb 26, 2025 17:07 IST
West Bengal News Live: ছাত্রদের যৌনাঙ্গ দেখার অভিযোগ, বহরমপুরে ২ শিক্ষিকার বিরুদ্ধে পকসো মামলা দায়ের
মুর্শিদাবাদের বহরমপুরে দুই শিক্ষিকার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ঘিরে শোরগোল। খুদে ছাত্রদের পোশাক খুলতে বাধ্য করে তাদের যৌনাঙ্গ দেখেন শিক্ষিকারা, এমনটাই অভিযোগ। দুই শিক্ষিকার বিরুদ্ধে বহরমপুর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের হয়েছে। পকসো মামলায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, দুই শিক্ষিকার দাবি, তাঁরা ষড়যন্ত্রের শিকার।
-
Feb 26, 2025 15:26 IST
West Bengal News Live:ট্রলিব্যাগে মৃতদেহ, হাড়হিম তথ্য পুলিশের হাতে
গতকালই কলকাতার কুমোরটুলির গঙ্গার ঘাটে পিসিশাশুড়ির টুকরো টুকরো করা মৃতদেহ ট্রলিব্যাগে ভরে ফেলতে গিয়ে ধরা পড়ে যান ফাল্গুনী ঘোষ ও তার মা আরতী ঘোষ। ধৃত মা-মেয়েকে জেরায় চোখ কপালে তোলার মতো তথ্য পেয়েছে পুলিশ। যা জেনে দুঁদে পুলিশকর্তারাও হতবাক। কুমোরটুলির গঙ্গার ঘাটে ট্রলিব্যাগে ভরে মৃতদেহ ফেলার চেষ্টার ঘটনার তদন্তে হাড়হিম করা তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত পিসিশাশুড়ি সুমিতা ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরেই ফাল্গুনীর গন্ডগোল ছিল। ঘটনার দিন কোনও একটি বিষয় নিয়ে তাদের মধ্যে প্রবল বচসা হয়। সেই বচসার সময়েই ইট দিয়ে পিসিশাশুড়ির মাথায় আঘাত করেন ফাল্গুনী, তাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে দাবি করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন- Body found in Trolley Bag:শাশুড়ির দেহ টুকরো টুকরো করতে মায়ের সাহায্য নেয় মেয়ে, হাড়হিম করা তথ্য পেল পুলিশ -
Feb 26, 2025 14:58 IST
West Bengal News Live:ছুটি বিতর্ক
কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে জারি করা একটি নোটিশ ঘিরে চূড়ান্ত বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে পুরসভার আওতাধীন স্কুলগুলিতে ইদে দু'দিন ছুটির নোটিশ জারি করা হয়েছিল। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে ওই নোটিশ জারি করেছিলেন পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই আধিকারিককে শোকজ করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে ওই আধিকারিককে।
বিস্তারিত পড়ুন- Holiday Controversy: বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু'দিন ছুটির নোটিশ, বিতর্ক বাড়তেই কড়া পদক্ষেপ
-
Feb 26, 2025 14:39 IST
West Bengal News Live:বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত
বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল নরেন্দ্রপুর থানার পুলিশ। কামালগাজি বাইপাস এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় ওই গাঁজা। প্রায় ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। গাড়িচালক সহ মোট তিনজন গ্রেফতার হয়েছে। নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায়। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত হয়। গাড়ির মধ্যে আলাদা চেম্বার বানিয়ে তার মধ্যে গাঁজা রাখা হয়েছিল।ধৃতদের বিরুদ্ধে NDPS কেসে মামলা রুজু করা হয়েছে।
-
Feb 26, 2025 14:05 IST
West Bengal News Live:যোগীকে কটাক্ষ 'দিদি'র
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের একবার উত্তরপ্রদেশের যোগী সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে কটাক্ষ করায় তৃণমূল সুপ্রিমোকে তুলোধোনা করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে BJP-র তাবড় নেতারা। বিজেপির সেই তোপের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "অনেকেই কুকথা বলে। অসত্য কথা বলেছে। আমি কোনও ধর্মকে অসম্মান করিনি। কিন্তু কারও দোষে, পরিকল্পনা ছাড়া দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষকে ভুগতে হয়। যোগীজি যত গালাগালি করুন, আমার গায়ে ফোসকা পড়বে না।"
-
Feb 26, 2025 10:50 IST
West Bengal News Live:কলকাতার নাকের ডগায় 'ডিজিটাল অ্যারেস্ট'
প্রযুক্তির দুরন্ত অগ্রগতির সঙ্গেই যেমন জীবন আরও বেশি গতিময় হয়েছে, তেমনই বিপদ বেড়েছে বহুগুণে। ইদানিং ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বেশ কিছু সতর্কবার্তা দিচ্ছে টেলিকম সংস্থাগুলি। ঠিক এই আবহে কলকাতার নাকের ডগায় ঘটে গেল সাংঘাতিক এক ঘটনা। একটানা দু'মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি হয়ে দিন কাটালেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী। শুধু তাই নয়, কয়েক দফায় মোট ৫২ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি। 'আর্থিক তছরূপের মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন দম্পতি', টেলিকম অথরিটির নামে কারও ফোনের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। প্রবীণ দম্পতিকে জানানো হয়, তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে CBI। ২৪ ঘন্টা মোবাইল ফোনে ভিডিওকল চালু রাখতে বলে প্রতারকরা।
বিস্তারিত পড়ুন- Digital Arrest: কলকাতার নাকের ডগায় ২ মাস 'ডিজিটাল অ্যারেস্ট' দম্পতি, দফায়-দফায় ৫২ লক্ষ টাকা 'লুঠ'
-
Feb 26, 2025 10:05 IST
West Bengal News Live:CCU-তে ঢুকে নবম শ্রেণীর ছাত্রীর 'শ্লীলতাহানি'
এবার সরকারি হাসপাতালের CCU-তে ভর্তি থাকা নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সাফাইকর্মীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে রোগী সুরক্ষা। লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী বিনোদ পণ্ডিতকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
বিস্তারিত পড়ুন- Diamond Harbour News: CCU-তে ঢুকে নবম শ্রেণীর ছাত্রীর 'শ্লীলতাহানি', গ্রেফতার হাসপাতালেরই সাফাইকর্মী -
Feb 26, 2025 09:22 IST
West Bengal News Live:আমতায় বিধ্বংসী আগুন
হাওড়ার আমতায় বিধ্বংসী আগুন। ইলেক্ট্রিকের একটি সরঞ্জামের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি দোকানে। আগুনে পুড়ে ছাই পাশাপাশি দুটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি। তবে পুড়ে ছাই হয়েছে দুটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
-
Feb 26, 2025 08:50 IST
West Bengal News Live: বেলা গড়ালেই তুমুল বৃষ্টি?
মাঝে কয়েকদিন ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলাতে শুরু করবে। আজ থেকেই পারদ চড়তে শুরু করবে। বাড়বে গরমের অনুভূতি। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গরমের অনুভূতি বাড়তে শুরু করবে। তবে বৃষ্টি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: আজ শিবরাত্রি, সকাল থেকে মনোরম আবহাওয়া, বেলা গড়ালেই তুমুল বৃষ্টি?