Body of missing youth recovered in Muraray, Birbhum: একটানা দু'দিন ধরে নিখোঁজ থাকার পর গমের ক্ষেত থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। মৃত যুবকের নাম নূর ইসলাম শেখ (২৯)। তাঁর বাড়ি বীরভূমের মুরারই থানার বাহাদুরপুর গ্রামে। শনিবার সকালে গ্রাম সংলগ্ন পাগলা নদীর ধারে গমের ক্ষেতে ছাগল চড়াতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। দুষ্কৃতীরা খুন করার পর কোনও কিছু দিয়ে তার মুখ পুড়িয়ে দেয়, এমনই দাবি স্থানীয়দের। ফলে যুবককে চিনতে কিছুটা সমস্যা হচ্ছিল।
পরিবারের লোকজন তাঁর পোশাক দেখে চিনতে পারেন। মৃত যুবকের ভাই আলি হাসনাত শেখ বলেন, "বৃহস্পতিবার রাতে একটি ফোন পেয়ে দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর ফেরেনি। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি সম্ভবত দাদার পরিচিত ছিল। কারণ দাদা তুই তুই করে কথা বলছিলেন। পরের দিন সকালে আমরা মুরারই থানায় নিখোঁজ ডায়েরি করি। তারপর এদিন দেহ উদ্ধার হল। মনে হচ্ছে ওইদিন রাতেই দাদাকে খুন করা হয়েছে। দাদার মুখের দাঁত ভাঙা ছিল। মুখ পুড়িয়ে দেওয়ায় চিনতে সমস্যা হচ্ছিল। তবে করা খুন করেছে বলতে পারব না।"
এদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মোবাইলের পাশাপাশি অন লাইনে টাকা লেনদেন ব্যবসা করতেন। অনলাইন ব্যবসা করতে গিয়ে কিছু টাকা বাজারে ঋণও হয়েছিল। স্থানীয়দের কারও কারও অনুমান, পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় খুন করা হয়েছে ওই যুবককে।
আরও পড়ুন- Bengal GI Tag: বাংলার মুকুটে অনন্য গর্বের নতুন পালক! আরও ৭ পণ্যের GI স্বীকৃতি
যদিও নৃশংস এই খুনের কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ নিহতের পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে। নিহত যুবকের পরিচিত অনেকের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা। ওই যুবকের কোনও শত্রু ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- Arjun Singh: আবারও চরম অস্বস্তিতে অর্জুন সিং, নোটিশ পাঠিয়ে এবার কী জানাল পুলিশ?