Arjun Singh: আবারও চরম অস্বস্তিতে অর্জুন সিং, নোটিশ পাঠিয়ে এবার কী জানাল পুলিশ?

Bhatpara Shootout-Arjun Singh: গত ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছাকাছি বোমা-গুলি চলে। সেই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধও হয়েছিলেন।

Bhatpara Shootout-Arjun Singh: গত ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছাকাছি বোমা-গুলি চলে। সেই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধও হয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
live election results bihar, Tejashwi Yadav, nda alliance in bihar, bihar election 2025 results live, bihar election result 2025 date,Bihar Assembly Election, nda party in bihar, bihar election live counting, bihar counting live, indian election commission, eci result bihar 2025, abp live, election result 2025, mgb party,Bihar Election news in bengali, বিহার নির্বাচন লাইভ, election commission of india results, election commision of india, nda bihar party,west bengal latest news, election commission of india bihar result 2025, bihar election vote counting, eci live result, election live, বিহার ফলাফল ২০২৫, election news, live vote counting bihar, 2020 bihar election results, election commission of india result 2025, bihar 2020 election result, bihar job result,election commission result bihar, eci result by election, bihar election live update, vote, live news bihar, bihar poll, vote counting live, bihar election result live news, bihar e

BJP Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং।

police sends notice to BJP Arjun Singh again in Bhatpara Shootout case: জগদ্দলের ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডে (Bhatpara Shootout) এর আগেই BJP নেতা অর্জুন সিং (Arjun Singh)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতারি এড়াতে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। এরই মধ্যে আবারও অর্জুন সিংকে নোটিশ পাঠাল জগদ্দল থানার পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, অর্জুন সিং-কে নথি-সহ তাঁর লাইসেন্স প্রাপ্ত রিভলবারটি জগদ্দল থানায় গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরের মধ্যেই অর্জুনকে উপযুক্ত নথি-সহ তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি থানায় জমা করার নোটিশ পাঠানো হয়েছে।তবে পুলিশের এই আবেদনেও তিনি যে সাড়া দিচ্ছেন না তা এদিনও স্পষ্ট করেছেন অর্জুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অর্জুন সিং জানিয়েছেন, তিনি থানায় যাবেন না। একমাত্র আদালত বললে তবেই তিনি তাঁর রিভলবার জমা দেবেন। পুলিশ তাঁকে মারতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় অর্জুন সিং-এর বাড়ির কাছেই বোমা-গুলি চলে। সেই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ছিল অর্জুন সিংয়ের। যদিও তৃণমূলের অভিযোগ ছিল গুলি চালিয়েছিলেন অর্জুন নিজেই। যদিও তৃণমূলের সেই অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিং।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:আগামিকাল 'রামনবমী', অশান্তি রুখতে বেনজির তৎপরতা, লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক

এদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এরপর জগদ্দল থানার পুলিশ অর্জুন সিংয়ের বিরুদ্ধে পরপর পদক্ষেপ করা শুরু করে। জগদ্দলের বোমা-গুলি কাণ্ডে অর্জুনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ব্যারাকপুর আদালতে আবেদন করেছিল পুলিশ। জগদ্দল থানার সেই আবেদনে সাড়া দিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও করেছিল আদালত।

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: স্কুলে পরীক্ষা চলছে, চাকরি হারিয়ে একরাশ কান্না বুকে চেপেই স্কুলে আসছেন 'মাস্টারমশাই'

এদিকে অর্জুনও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই আবহেই এবার অর্জুন সিংকে ফের নোটিশ পাঠাল জগদ্দল থানা। উপযুক্ত নথি-সহ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি শনিবার দুপুরের মধ্যেই থানায় জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

Arjun Singh Bhatpara Bengali News Today Shootout North 24 Pargana Barrackpur Shootout news in west bengal news of west bengal