Advertisment

Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, জখম BJP নেতার নিশানায় কে?

Arjun Singh: জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি চলে বলে অভিযোগ। শুধু বোমাবাজিই নয়, দাপুটে বিজেপি নেতার অভিযোগ তার বাড়ি লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলিও চলেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
arjun singh, অর্জুন সিং

অর্জুন সিং। ফাইল ছবি।

Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি। গুলি চলে বলেও অভিযোগ। অর্জুনের দাবি, তাঁর পায়ে বোমার সপ্লিন্টারের আঘাত লেগেছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনাতেই এই হামলা বলে অভিযোগ BJP নেতা অর্জুন সিংয়ের। যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা অর্জুনকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন সোমনাথ শ্যাম। 

Advertisment

শুক্রবার সকালে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ওঠে। অর্জুন সিংয়ের 'মজদুর ভবন' লক্ষ করে বোমাবাজি-গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনায় তার গুন্ডাবাহিনী এই হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের।

অর্জুনের কথায়, "আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী ও কর্মীদের উপর ইট-বোমা ছুড়েছে। ২০-২৫টি বোমা পড়েছে। ১৫-২০ রাউন্ড গুলি চলেছে। হামলার পিছনে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনা আছে। আমার পায়ে বোমার সপ্লিন্টারের আঘাত লেগেছে। নিজের লড়াই এবার নিজেকেই লড়তে হবে।"

যদিও পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, "মিথ্যা অভিযোগ করছেন অর্জুন সিং। উনি নিজেই গন্ডগোল বাধানোর চেষ্টা করছেন। নিজের বোমাতেই হয়তো নিজেই ঘায়েল হয়েছেন।" উল্লেখ্য শুক্রবার সকালে, বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি চলে।

আরও পড়ুন- Classical Language: বাংলাকে 'ধ্রপদী ভাষা'র সম্মান, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

আরও পড়ুন- Durga Puja 2024: এই পুজো শুরুর নেপথ্যে ছিলেন সম্রাট শেরশাহ, স্বপ্নাদেশে মা দুর্গার আরাধনা শুরু এবাড়িতে

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে আজই তৈরি নিম্নচাপ, পুজোর মুখে কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়?

সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, একসঙ্গে ২০-৩০ যুবক এলাকায় জমায়েত করেছিল। ওই জমায়েত থেকেই তার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের (Arjun Singh)। পুলিশের সামনেই হামলা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন অর্জুন সিং।

Arjun Singh Barrackpore Bombing
Advertisment