Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি। গুলি চলে বলেও অভিযোগ। অর্জুনের দাবি, তাঁর পায়ে বোমার সপ্লিন্টারের আঘাত লেগেছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনাতেই এই হামলা বলে অভিযোগ BJP নেতা অর্জুন সিংয়ের। যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা অর্জুনকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন সোমনাথ শ্যাম।
শুক্রবার সকালে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ওঠে। অর্জুন সিংয়ের 'মজদুর ভবন' লক্ষ করে বোমাবাজি-গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনায় তার গুন্ডাবাহিনী এই হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের।
অর্জুনের কথায়, "আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী ও কর্মীদের উপর ইট-বোমা ছুড়েছে। ২০-২৫টি বোমা পড়েছে। ১৫-২০ রাউন্ড গুলি চলেছে। হামলার পিছনে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্ররোচনা আছে। আমার পায়ে বোমার সপ্লিন্টারের আঘাত লেগেছে। নিজের লড়াই এবার নিজেকেই লড়তে হবে।"
যদিও পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, "মিথ্যা অভিযোগ করছেন অর্জুন সিং। উনি নিজেই গন্ডগোল বাধানোর চেষ্টা করছেন। নিজের বোমাতেই হয়তো নিজেই ঘায়েল হয়েছেন।" উল্লেখ্য শুক্রবার সকালে, বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি চলে।
This morning, when everyone was busy in Puja for Navratri, several jehadis and goons under the protection of Namit Singh, an accused in the NIA cases and son of the local @AITCofficial Councillor and supervision of the local police attacked my office-cum-residence Mazdoor Bhawan.… pic.twitter.com/mN1PoCvXaN
— Arjun Singh (@ArjunsinghWB) October 4, 2024
আরও পড়ুন- Classical Language: বাংলাকে 'ধ্রপদী ভাষা'র সম্মান, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, একসঙ্গে ২০-৩০ যুবক এলাকায় জমায়েত করেছিল। ওই জমায়েত থেকেই তার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের (Arjun Singh)। পুলিশের সামনেই হামলা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন অর্জুন সিং।