/indian-express-bangla/media/media_files/2025/04/29/10MVkhsbXyvkGqsckfDs.jpg)
উপত্যকায় বুক কাঁপানো সেনা অভিযান, জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া নিয়ে এবার মোদীর বিরুদ্ধে সরব তৃণমূল
TMC slams blowing up of terrorists’ houses in J&K: পহেলগাঁও জঙ্গি হামলার পর কেটে গিয়েছে সাতদিন। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ নিরীহ পর্যটকের। এর পরই অ্যাকশনে মোদী সরকার। বেছে বেছে উপত্যকায় একাধিক জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের তরফে নেওয়া হয়েছে একাধিক কূটনৈতিক পদক্ষেপ। এবার কাশ্মীরে জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের নীতির কড়া সমালোচনা করল তৃণমূল।
'দীঘার মুকুটে জুড়ল নয়া পালক', জগন্নাথ ধাম উদ্বোধনের আগেই রাজ্যবাসীকে বিরাট বার্তা মমতার
‘উত্তরপ্রদেশে বুলডোজার, কাশ্মীরে বোমা!’ জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি সোমবার এক্স এ একটি পোস্টে লিখেছেন, “উত্তর প্রদেশে সুপ্রিম কোর্ট যেভাবে বুলডোজার ন্যায়বিচারকে অবৈধ বলেছে, তেমনি এখন কাশ্মীরে চলছে ‘বোমা ন্যায়বিচার’।’’
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসের ঘটনায় জড়িত নয়টি বাড়ি উড়িয়ে দিয়েছে নিরাপত্তা সংস্থা। এবার কেন্দ্রের এই অভিযানে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
'Bomb justice' in Kashmir just optics, need decisive fight against terror: TMC's Sagarika Ghosehttps://t.co/s49hhLly24#PahalgamTerroristAttack#Demolition#JammuAndKashmir#BJP#TMC@sagarikaghosepic.twitter.com/BpOGIrCjcP
— NewsDrum (@thenewsdrum) April 28, 2025
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তোলেন, যদি সরকার আগেই জানত যে এই বাড়িগুলি সন্ত্রাসবাদীদের, তাহলে এতদিন তা গুঁড়িয়ে দেওয়ার জন্য অপেক্ষা কেন? তিনি আরও বলেন, ‘প্রয়োজন বাস্তব এবং সন্ত্রাস দমনে জোরদার লড়াই।’ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ আরও বলেছেন, সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করা উত্তর প্রদেশে "বুলডোজার ন্যায়বিচার"-এর পর, জম্মু ও কাশ্মীরে "বোমা ন্যায়বিচার" দেখছে দেশ"। তৃণমূল সাংসদের মন্তব্য কেন্দ্রীয় সরকারের সন্ত্রাসবিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।