/indian-express-bangla/media/media_files/2025/04/29/WyjcXedQ15NWTtTfk5y4.jpg)
'দীঘার মুকুটে জুড়ল নয়া পালক', জগন্নাথ ধাম উদ্বোধনের আগেই রাজ্যবাসীকে বিরাট বার্তা মমতার
Digha Jagannath Temple Inauguration: আন্তর্জাতিক পর্যটনের গন্তব্যস্থল হয়ে উঠবে দীঘা, জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিনেই দিঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। তার আগেই ভক্তির জোয়ারে ভাসছে সৈকত শহর। দীঘায় এখন সাজো সাজো রব। রঙিন আলোয় সেজে উঠেছে দীঘা। দিঘার প্রবেশদ্বার থেকে জাহাজবাড়ি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে মোট ৮টি বোথ সাইড তোরণ তৈরি হয়েছে LED আলো দিয়ে। প্রভু জগন্নাথ, বলরাম, ও সুভদ্রাকে সেখানে নিপুণভাবে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শঙ্খ, চক্র, পদ্ম সব কিছুই আলোয় আলোকিত।
বুধেই জগন্নাথ ধামের উদ্বোধন, আলোর মালায় দিঘা সাজাল চন্দননগর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছেন, ৩০ এপ্রিল 'প্রাণ প্রতিষ্ঠা'র আগে আজ মঙ্গলবার একবিশাল যজ্ঞ (পবিত্র অনুষ্ঠান) আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত ব্লকে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনটি সম্প্রচার করা হবে। ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যজ্ঞানুষ্ঠানে অংশ নেবেন পাশাপাশি তিনি এদিন পূর্ণাহুতি প্রদান করবেন। আগামীকাল ৩০ এপ্রিল 'প্রাণ প্রতিষ্ঠা'।
"নাথ, তুমি এসো ধীরে
— Mamata Banerjee (@MamataOfficial) April 26, 2025
সুখ-দুখ-হাসি-নয়ননীরে,
লহো আমার জীবন ঘিরে--
সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো॥"
As we approach the inauguration of the Jagannath Temple in Digha, the sacred rituals are being performed with reverence.
The arrival of Lord Jagannath in Bengal is a moment… pic.twitter.com/5Hxmjdsb9D
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "আগামীকাল থেকে শুরু হবে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। জগন্নাথ ধাম দিঘার পর্যটকের মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। একদিকে যেমন আধ্যাত্মিকতার জোয়ার বইবে তেমনই এই জগন্নাথ ধাম দীঘার পর্যটনকে উৎসাহিত করবে। দিঘা আন্তর্জাতিক পর্যটনের একটি গন্তব্যস্থল হয়ে উঠতে চলেছে। এটি আমাদের সকলের জন্য একটি আবেগঘন মুহূর্ত"।
Today, I visited Digha to personally review the preparations for the temple’s inauguration and the grand Mahayajna. Necessary instructions have been issued to ensure seamless arrangements for all devotees arriving from across Bengal and beyond.
— Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2025
Let us come together to celebrate… pic.twitter.com/aarbdkTuFO
এদিকে বিজেপি মন্দির নির্মাণ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, তিনি ওই দিন অর্থাৎ ৩০ এপ্রিলই মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মন্দিরে বিশেষ পুজা অর্চনায় অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমরা ৩০শে এপ্রিল ক্ষতিগ্রস্ত মন্দিরটি মেরামত এবং বিশেষ পুজা অর্চনার আয়োজন করব। আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুবিরোধী - মুর্শিদাবাদ তার স্পষ্ট উদাহরণ"। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৩০ এপ্রিল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটি সনাতনীর সমাবেশের ডাক দিয়েছেন।
As pledged earlier, on the auspicious occasion of Akshaya Tritiya, i.e. on 30th April, 2025 we will start the rebuilding and restoration process of the vandalised Hindu Temples of the Murshidabad district, which came under the heinous, reprehensible and disgraceful attack by the… pic.twitter.com/baoElPbeEI
— Suvendu Adhikari (@SuvenduWB) April 28, 2025
সোশ্যাল মিডিয়ায় এক জোরালো বিবৃতিতে বিরোধী দলনেতা বলেন, "প্রতিশ্রুতি অনুসারে, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে, আমরা মুর্শিদাবাদে জিহাদি হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণের কাজ শুরু করব। ওই দিন মন্দিরগুলিকে শুদ্ধিকরণ করা হবে। হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে কোনও আর্থিক সাহায্য নেওয়া হবে না। সমস্ত খরচ হিন্দু সম্প্রদায় বহন করবে।" তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অহিন্দুদের প্রবেশের অনুমতি দেওয়া হলে বিজেপি প্রকাশ্যে বিষয়টি উত্থাপন করবে।
Today, Smt. @MamataOfficial visited the newly constructed Jagannath Temple in Digha.
— All India Trinamool Congress (@AITCofficial) April 28, 2025
With her meticulous attention to detail, she thoroughly inspected the temple complex, ensuring every aspect was in place ahead of its highly anticipated inauguration on April 30.#JoyJagannathpic.twitter.com/10HIYjGGCq