Digha Jagannath Temple Inauguration: আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। রাজ্যজুড়ে উন্মাদনা তুঙ্গে। কোথাও অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ব্যবস্থা করা হয়েছে যজ্ঞের, আবার কোথাও ব্যবস্থা করা হয়েছে বিশেষ পুজো পাঠের। এদিকে জগন্নাথ মন্দিরের 'গ্র্যান্ড ওপেনিংয়ে' বাংলার রাঢ় জেলা বাঁকুড়া থেকে আসছে প্রায় তিন হাজার লাল- সাদা পদ্ম।
সোমবার সকালেই বাঁকুড়া থেকে দিঘার উদ্দেশ্যে পাড়ি দেয় সেই পদ্ম। এছাড়াও বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জল আসছে জগন্নাথ মন্দিরের যজ্ঞের জন্য। পুরীর পরে দিঘার এই সুবিশাল জগন্নাথ মন্দির সারা দেশের মানচিত্রে স্থান পেতে চলেছে। সেই মন্দিরের উদ্বোধনে এলাহী আয়োজন গোটা দিঘা জুড়ে।
গোটা দেশের বিভিন্ন পূণ্য ক্ষেত্র থেকে আনা হয়েছে জল। সেই জল দিয়ে ইতিমধ্যে কলস যাত্রা করা হয়েছে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরে হবে বিশেষ মহাযজ্ঞ। সেই যজ্ঞের জন্য শুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল এসেছে। এছাড়াও বাঁকুড়ার ছাতনা এলাকা থেকে আসছে লাল ও সাদা রংয়ের তিন হাজার পদ্ম।
সেই পদ্ম প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুস্প শয়নে ব্যবহার করা হবে। বাঁকুড়া থেকে সেই পদ্ম ও ঝর্ণার জল সোমবার রাতেই পৌঁছে গিয়েছে দিঘায়। বাঁকুড়া থেকে আসা সেই পদ্ম জল ছড়িয়ে সতেজ রাখার ব্যবস্থাও করেছে ইসকন ও পুরীর প্রতিনিধিরা। এদিকে সোমবার সকাল থেকে দিঘার জগন্নাথ মন্দিরে চলে অশ্বযজ্ঞ। সেখানে পুরী ও ইসকনের প্রতিনিধিরা অংশ নেন। ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আজ মহাযজ্ঞের জন্য ইতিমধ্যে পুরী থেকে ৫৭ জন এবং ইসকন থেকে ১৭ জন এসে উপস্থিত হয়েছেন। আজ ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ সহ ২ কুইন্টাল ঘি পোড়ানো হবে। সেখানে পুজো পাঠের সময় বাঁকুড়ার শুশুনিয়া থেকে আনা ঝর্ণার জল কাজে লাগানো হবে। এছাড়াও আজ সন্ধ্যায় জগন্নাথের পুস্প শয়নের জন্য ব্যবহার করা হবে ওই তিনহাজার লাল- সাদা পদ্ম।
ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, “মঙ্গলবার প্রভু জগন্নাথকে শয়নে পাঠানো হবে। সেখানে পুস্প বিছানা তৈরি করা হবে। বিভিন্ন জায়গার ফুল ব্যবহার করা হবে। তার আগে মিষ্টান্ন অর্পণ করা হবে।”