/indian-express-bangla/media/media_files/2025/09/13/police-2025-09-13-14-46-24.jpg)
Murshidabad News: ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশকর্মীরা।
কাকা-ভাইপোর পারিবারিক ঝামেলার তদন্তে এসে বালতি-ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সমাসপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাসপুর এলাকায় কাকা-ভাইপোর মধ্যে পারিবারিক ঝামেলা হয়। সেই ঘটনার তদন্তে আসে ফরাক্কা থানার পুলিশ। ঠিক সেই সময় যুবকের বাড়ির পিছনে কলা গাছের নিচে একটি বালতি থেকে প্রায় ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, পারিবারিক ওই ঝামেলার জেরেই সেখানে বোমা মজুত করা হয়েছিল। পুলিশ বোমা উদ্ধার করেছে। সঠিক সময়ে ওই বোমা উদ্ধার হওয়ার ফলে বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন- JU: ছাত্রী-মৃত্যুর পর শেষমেষ কঠিন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! জারি একগুচ্ছ নির্দেশিকা
তাঁদের আশঙ্কা, বোমাগুলি পুলিশ খুঁজে না পেলে পরে তা দিয়েই বড় বিপত্তি তৈরি হতে পারত। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ফরাক্কা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত করছে। বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us