JU: ছাত্রী-মৃত্যুর পর শেষমেষ কঠিন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! জারি একগুচ্ছ নির্দেশিকা

Student drowning incident JU: বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে ঝিলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর।

Student drowning incident JU: বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে ঝিলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Jadavpur University:আবারও চর্চায় রাজ্যের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার স্বার্থে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

Advertisment

এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সর্বসাধারণের মর্নিং এবং ইভনিং ওয়াক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজা এবং অন্যান্য নেশার দ্রব্য নিয়ে ঢোকাতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার থেকে সন্ধ্যা ৭:০০ টার পর কোনও কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলেও নির্দিষ্ট পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ছাত্রছাত্রীদের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে খুন, ভিনরাজ্যে পালানোর আগেই জালে অভিযুক্ত

Advertisment

তা না হলে কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশাধিকার মিলবে না। কোনও সময় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে তাঁকে নিজের পরিচয়পত্র দেখাতে হবে। শুধু তাই নয়, কী কারণে ও কার সঙ্গে তিনি দেখা করতে বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন সে কথাটিও জানাতে হবে কর্তব্যরত নিরাপত্তা আধিকারিককে।

আরও পড়ুন-Durga Puja 2025:এই পুজোর পরতে পরতে লুকিয়ে ইতিহাস! নবাব আলিবর্দী খাঁয়ের দেওয়ানের হাতে দুর্গাপুজোর সূচনা

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ঝিলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। ঝিল থেকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

তবুও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। ছাত্রীর ময়নাতদন্তের যে রিপোর্ট পুলিশের হাতে এসেছে, তাতে জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও ছাত্রীটির শরীরে মদ কিংবা অন্যান্য নেশার দ্রব্য ছিল কিনা তা জানতে নমুনা ভিসেরা পরীক্ষায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন-Kolkata to Mizoram train:উত্তর-পূর্বে নয়া বিপ্লব! স্বপ্নের প্রকল্পের উদ্বোধন মোদীর, পুজোর আগেই চালু কলকাতা-মিজোরাম ট্রেন

তবে ছাত্রী মৃত্যুর পর এবার নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থেই এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

কিন্তু তারপরেও চূড়ান্ত অপ্রীতিকর এই পরিস্থিতি এড়ানো যাচ্ছে না। স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এই নির্দেশিকাও কতটা পালিত হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

Guidelines Death Jadavpur University