Kaliganj bomb blast: কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজি, নারকীয় কাণ্ডের মর্মান্তিক বলি চতুর্থ শ্রেণির ছাত্রী

Kaliganj bomb blast: ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বিজয় মিছিল বের করে তৃণমূল। সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোড়ার অভিযোগ।

Kaliganj bomb blast: ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বিজয় মিছিল বের করে তৃণমূল। সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোড়ার অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

Kaliganj bomb blast: ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমার বলি বালিকা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ। এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। সেই বোমা বিস্ফোরণে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 

Advertisment

কালীগঞ্জ তৃণমূলের বিজয়োল্লাসের বলি এক নাবালিকা। এদিন ভোট গণনার শেষ হওয়ার আগেই এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। কালীগঞ্জের মোলান্ডিতে বেরিয়েছিল সেই বিজয় মিছিল। ওই এলাকায় এক CPM সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিজয় মিছিল থেকেই সেই বোমা ছড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে বেঘোরে প্রাণ খোয়ালো চতুর্থ শ্রেণীর ফুটফুটে স্কুল ছাত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নারকীয় এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisment

আরও পড়ুন- Kaliganj Bye-Election Live updates: কালীগঞ্জে তৃণমূলের রেকর্ড জয় সময়ের অপেক্ষা! 'সব ধর্ম, বর্ণ, জাতির বিপুল আশীর্বাদ', পোস্ট মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডলে লিখেছেন, "কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদনগর একটি বিস্ফোরণে এক মেয়ের মৃত্যুর পরে আমি হতবাক এবং গভীরভাবে দুঃখিত। আমার প্রার্থনা এবং চিন্তাভাবনা ওই পরিবারটির এই দুঃখের সময় তাদের সঙ্গে রইল। পুলিশ খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করবে।"

আরও পড়ুন- TMC: 'ঘর পাওয়ানোর নামে টাকা নেয় তৃণমূলেরই কিছু নেতা', 'কাটমানি' অভিযোগ মানলেন ডাকাবুকো তৃণমূল বিধায়ক

কালীগঞ্জে এই নৃশংস আক্রমণ ইস্যুতে শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "কুৎসিত, বীভৎসতার জয়। হায়নার দল তৃণমূলের হয়ে মানুষকে ছিঁড়ে খাচ্ছে। জয় নিয়ে পটকা ফাটানোর মানে পর্যন্ত বুঝি। বোমা এনে বাছাই করা এলাকায় ছুঁড়ল দুষ্কৃতীরা। কে কোন দল এটা বড় কথা নয়। উপনির্বাচনের তৃণমূল জিতবে এটা সবাই জানে। কুৎসিত বীভৎসতার জয়। হায়নার দল জয় পেল। এটা নিয়ে ধিক্কার জানানোর কোনও ভাষা নেই।"

Death Blast Kaliganj by-election