/indian-express-bangla/media/media_files/2025/07/03/court-monitored-marriage-bengal-2025-07-03-18-55-36.jpg)
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, 'বিয়েতেই জেলমুক্তি' যুবকের, জোর চর্চায় বাংলার এই 'প্রেমকাহিনী'
court monitored marriage Bengal: বিশেষভাবে সক্ষম যুবতীর সঙ্গে যুবকের দু বছরের প্রেমের সম্পর্ক। হঠাৎ করে বিয়ে করতে বেঁকে বসে যুবক। পরবর্তীতে যুবকের বিরুদ্ধে বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করে ওই যুবতী। তার অভিযোগের ভিত্তিতে গত মে মাসের ৩০ তারিখে যুবককে গ্রেফতার করে পুলিশ।
মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল উত্তেজনা, চলল গুলি, হল মৃত্যুও
এরপর থেকে থেকে জেল হেফাজতেই ঠাই হয় যুবকের। যুবকের আইনজীবী নিবেদিতা ঘোষ দে জানান, আদালতে দুই পক্ষ বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। সেই শর্তে গতকাল যুবকের জামিন হয়। জামিন পর আজ বনগাঁ আদালতের পাশে আইনজীবীর ঘরে বসে পুরোহিত ডেকে আইনজীবী এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় যুবক-যুবতীর। যদিও বিয়ের পর যুবতী জানান, এখনই তিনি অভিযোগ তুলবেন না। তিনি দেখবেন যুবক তার সঙ্গে কেমন ব্যবহার করে। তারপরেই অভিযোগ তোলার সিদ্ধান্ত নেবেন।
ভোটার তালিকায় 'বড় ভুল' ! 'কোটি কোটি' ভোটারের নাম বাদের বিরাট আশঙ্কা
গোটা ঘটনায় যুবক জানিয়েছেন, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেই কারণে তার নামে অভিযোগ করা হয়েছিল। সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। সেই কারণে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পর সুখে সংসার করতে চান তারা।