New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/21/t36Q8WXfowuVHkQgHS1i.jpg)
BSF and Block administration in a meeting: গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও BSF কর্তাদের মধ্যে বৈঠক। ছবি: উৎসব মণ্ডল।
BSF and Block administration in a meeting: গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও BSF কর্তাদের মধ্যে বৈঠক। ছবি: উৎসব মণ্ডল।
BSF and block administration in a meeting regarding installation of barbed wire in empty part of India Bangladesh border at gaighata: অস্থির পরিস্থিতি এখনও জারি বাংলাদেশে (Bangladesh)। এই আবহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। সীমান্তে কড়া নজরদারি জারি রেখেছে BSF। তবে বহু ক্ষেত্রে কাঁটাতারহীন সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন অংশে কাঁটাতার লাগানোর জোরদার তৎপরতা শুরু করেছে বিএসএফ এবং ব্লক প্রশাসন। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার নেই। এবার বাংলাদেশ সীমান্তের সেই এলাকাগুলিতে কাঁটাতার দিতে জরুরি বৈঠক সারল বিএসএফ এবং ব্লক প্রশাসন।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার নেই। সেই এলাকায় কাঁটাতার দিতে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফ-এর সঙ্গে বৈঠক করল ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ৫ ও ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা। এছাড়াও গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লকের ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিকেরাও।
গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, "রামনগর এবং ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের মধ্যে সীমান্ত পড়ছে। এই এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য প্রায় ১০০ একর জমি কেনা হবে। জমি নিয়ে কোনও সমস্যা নেই। জমি কেনার কাজ শুরু হয়েছে।" গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, "গাইঘাটা ব্লকে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কোনও জমি-জট নেই। ফেব্রুয়ারি মাসের মধ্যে জমি মাপা হয়ে যাবে।"
আরও পড়ুন- West Bengal News LIVE: BSF-র চোখে ধুলো দিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে, ফের গ্রেপ্তার বাংলাদেশি
উল্লেখ্য, বাংলাদেশ পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। এবার মধ্যমগ্রাম থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, কোনওভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েছিল ওই যুবক। ভুয়ো ঠিকানা ব্যবহার করে জাল পাসপোর্টও বানিয়ে ফেলেছিল ওই যুবক। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই সত্যিটা বেরিয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় তাকে।
আরও পড়ুন- Saraswati Puja: প্রস্তুতিতেই বিপুল সাড়া! কলকাতার নাকের ডগায় 'বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী' প্রতিমা