/indian-express-bangla/media/media_files/2025/01/12/XxZijAa6b9DntuO9Noxt.jpg)
বাংলাদেশ সীমান্তে ধুন্ধুমার। Photograph: (ফাইল)
BSF: উত্তর ২৪ পরগনায় সীমান্তে ফের চোরাচালান রুখল বিএসএফ, টায়ার থেকে উদ্ধার ২০টি সোনার বিস্কুট! বাগদা সীমান্তে টানা দ্বিতীয় দিনের সাফল্য বিএসএফ জওয়ানদের।
কলকাতার আড়াইশো বছরের বেশি পুরনো একটা রথ, একটা উঠোন, আর অনেক না-বলা গল্প
উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে ফের বড়সড় চোরাচালান রুখে দিল বিএসএফ। ৫৯ নম্বর ব্যাটালিয়নের অধীনে জিতপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সাইকেলের টায়ারের ভিতর থেকে উদ্ধার করেন মোট ২০টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২.৩৬৭ কেজি, যার বাজারমূল্য প্রায় ২.৩১ কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ।
ঘটনাটি ঘটেছে ২৫ জুন, বিকেল প্রায় ৫:৩০ নাগাদ। এক ব্যক্তি সাইকেল চালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে আসছিল। নিয়মিত তল্লাশির সময় বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়, কারণ সাইকেলের পিছনের টায়ার অস্বাভাবিকভাবে ফোলা ছিল। ঠিক তখনই জওয়ানরা টায়ারটি পরীক্ষা করতে গেলে ওই ব্যক্তি আচমকাই সাইকেলটি ফেলে কাশীপুর গ্রামের দিকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান।
পরবর্তীতে সাইকেলের টায়ার খুলে দেখা যায়, তার ভেতর কৌশলে লুকানো রয়েছে ২০টি সোনার বিস্কুট। এরপর উদ্ধার হওয়া সোনা রনঘাট সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ প্রক্রিয়ায় তা কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। টানা দ্বিতীয় দিনের মতো সোনার চোরাচালান রুখে দিলেন বিএসএফ জওয়ানরা। এই ধরনের নজিরবিহীন চোরাচালানের ঘটনা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনী।