Kolkata to Digha: দিঘা আপ ডাউন মাত্র ২০ টাকায়! কীভাবে? জানলে চমকে যাবেন

Kolkata to Digha: মাত্র ১০ টাকায় ঘুরে আসতে পারবেন দিঘা! লঞ্চ হল Odysse Sun Electric Scooter, একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিমি রেঞ্জ। দাম শুরু ৮১,০০০ টাকা থেকে।

Kolkata to Digha: মাত্র ১০ টাকায় ঘুরে আসতে পারবেন দিঘা! লঞ্চ হল Odysse Sun Electric Scooter, একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিমি রেঞ্জ। দাম শুরু ৮১,০০০ টাকা থেকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
 দিঘা হোটেল, অতিরিক্ত ভাড়া,Digha hotel overcharging, বিলবিহীন ভাড়া অভিযোগ,unbilled tariff complaint, অটো/টোটো ভাড়া বৃদ্ধি,auto/toto fare hike, রেট কার্ড বাধ্যতামূলক,mandatory rate card, পর্যটক অভিযোগ ও হেল্পলাইন,tourist complaint helpline, প্রশাসনের কর্তৃক ব্যবস্থা,administrative crackdown,Digha,Digha Jagannath Temple, Digha Rath Yatara, Rath Yatra 2025

Digha: দিঘার সমুদ্র পাড়ে ভিড় পর্যটকদের।

Kolkata to Digha: আপনি কি কখনও ভেবেছেন, মাত্র ১০ টাকায় দিঘা বা মন্দারমনি ঘুরে আসা সম্ভব? শুনতে হেঁয়ালির মতো লাগলেও, একেবারেই তা নয়। ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে এসেছে এক নতুন চমক – Odysse Sun Electric Scooter। এই হাই-স্পিড ই-স্কুটি খরচে এতটাই সাশ্রয়ী যে কলকাতা থেকে দিঘা পর্যন্ত প্রায় ১৮০ কিমি ভ্রমণে আপনার খরচ পড়তে পারে মাত্র ১০ টাকা!

 ইলেকট্রিক ভেহিকলের জনপ্রিয়তা বাড়ছে

Advertisment

বর্তমানে ভারতজুড়ে ইলেকট্রিক ভেহিকল জনপ্রিয়তা পাচ্ছে। বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, সেই সঙ্গে পরিবেশ দূষণ কমাতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন স্কিম ও সাবসিডি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতেই Odysse নিয়ে এসেছে তাদের নতুন হাই-স্পিড ইলেকট্রিক স্কুটি Sun।

আরও পড়ুন- আজকের দিনে! ১৯১০ সালে বাংলায় প্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি 'গীতাঞ্জলি'

Advertisment

1.95 kWh ব্যাটারি প্যাক আপনি কিনতে পারবেন ৮১ হাজার টাকায়। 2.9 kWh ব্যাটারি প্যাক কিনতে পারবেন ৯১ হাজার টাকায়। বড় ব্যাটারির ভ্যারিয়েন্ট একবার চার্জে ১৩০ কিমি পর্যন্ত চলতে পারে। অর্থাৎ কলকাতা থেকে দিঘা যাওয়ার জন্য আপনার প্রায় ১.৫ বার চার্জ লাগবে। একবার পুরো চার্জে গড়ে খরচ পড়বে মাত্র ৭–৮ টাকা! 

আরও পড়ুন- মর্নিংওয়াকে বৃদ্ধকে উড়িয়ে দিল ষাঁড়! দেখে শিউড়ে উঠছেন নেটিজেনরা

অনেক ই-স্কুটার নিয়ে অভিযোগ থাকে যে এদের স্পিড খুব কম। কিন্তু Odysse Sun সেই ধারণা বদলে দিতে চলেছে। এই স্কুটির টপ স্পিড ঘণ্টায় ৭০ কিমি। শহুরে রাইড হোক বা হাইওয়ে, নির্ভয়ে চালাতে পারবেন। Odysse Sun স্কুটির ডিজাইন প্লাস-সাইজ এরগনোমিক। অর্থাৎ লং রাইডেও ক্লান্তি কম হবে। বসার জায়গা চওড়া, LED লাইটিং, এভিয়েশন-গ্রেড সিট, ৩২ লিটার আন্ডার-সিট স্টোরেজ, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার আছে। সব মিলিয়ে লং ট্রিপে এই স্কুটিতে চেপে আপনি আরাম পাবেন। 

আরও পড়ুন- অনন্ত অম্বানির বিয়েতে দারুণ হিট হয়েছিল এই চাট, কয়েক মিনিটে বাড়িতেই বানাতে পারবেন আপনিও

এতে ডিস্ক ব্রেক, কী-লেস স্টার্ট-স্টপ সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডাবল ফ্ল্যাশ রিভার্স লাইট, তিনটি রাইডিং মোড রয়েছে। এই সবকিছু মিলে Odysse Sun হয়ে উঠেছে সেফ ও টেক-স্যাভি রাইডারদের জন্য আদর্শ। স্কুটিটি পাওয়া যাবে Patina Green, Gunmetal Grey, Phantom Black, Ice Blue- এই চারটি আকর্ষণীয় রঙে। এই কারণে তরুণ প্রজন্ম থেকে ফ্যামিলি রাইডার—সবার জন্যই এটি একটি স্মার্ট চয়েস।

আরও পড়ুন- অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা থেকে ৫টি লাইন, যা ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস!

ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হল লো রানিং কস্ট। সাধারণত প্রতি কিমিতে চার্জ খরচ পড়ে মাত্র ৭–১০ পয়সা। সেক্ষেত্রে কলকাতা থেকে দিঘা পর্যন্ত (প্রায় ১৮০ কিমি) ভ্রমণের জন্য আপনার মোট খরচ হবে প্রায় ১০ টাকা! যেখানে পেট্রোল স্কুটিতে একই ট্রিপে খরচ হবে কমপক্ষে ৪০০–৫০০ টাকা। যাঁরা সাশ্রয়ী, স্টাইলিশ এবং লং রাইড ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটি খুঁজছেন, তাঁদের জন্য Odysse Sun হতে পারে এক দুর্দান্ত অপশন। শুধু দিঘাই নয়, যে কোনও উইকএন্ড গেটওয়ে ট্রিপে এই স্কুটি হয়ে উঠতে পারে আপনার সেরা সঙ্গী।

kolkata Digha