Suvendu Adhikari: প্রকাশ্যে সরকারি আধিকারিককে 'ধমক' শাসক বিধায়কের, ভিডিও পোস্ট করে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: কেন তাঁর সঙ্গে আলোচনা করে গাছ লাগানোর কর্মসূচী আয়োজন করা হয়নি, ডিএফও কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর।

Suvendu Adhikari: কেন তাঁর সঙ্গে আলোচনা করে গাছ লাগানোর কর্মসূচী আয়োজন করা হয়নি, ডিএফও কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ডিএফও কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর

Suvendu Adhikari: কেন তাঁর সঙ্গে আলোচনা করে গাছ লাগানোর কর্মসূচী আয়োজন করা হয়নি? এই অভিযোগে প্রকাশ্যে  ডিএফওকে 'ধমক' পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর। এই ভিডিও সামনে আসতেই রীতিমত হুলস্থূল পড়ে যায়। 

Advertisment

সরকারি আধিকারিকের সঙ্গে অপমানজনক আচরণের অভিযোগে ফের বিতর্কে তৃণমূল। 
বন আধিকারিককে প্রকাশ্যে শাসানি তৃণমূল বিধায়কের। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় অগ্নিশর্মা শাসক বিধায়ক। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কাছে চরম অপমানিত ডিএফও। 

আরও পড়ুন- 'মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতেই হবে',মমতাকে 'আগুনে আক্রমণ' প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Advertisment

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের হেতেডোবা এলাকায় বনদপ্তরের বনসৃজন কর্মসূচিতে প্রকাশ্যে দুর্গাপুরের ডিএফও অনুপম খাঁ-কে তিরস্কার এবং হুমকি দিলেন এলাকার বিধায়ক নরেন চক্রবর্তী। অভিযোগ, ওই কর্মসূচি নিয়ে আগে তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি। শুধু এই কারণেই ডিএফও-কে প্রকাশ্যে অপদস্থ করেন বিধায়ক।

তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা মনে করেন যে সরকারি আধিকারিকদের কোনো মান সম্মান বোধ নেই। তাদেরকে যত্রতত্র সর্বসমক্ষে...

Posted by Suvendu Adhikari on Saturday, August 16, 2025

ঘটনাস্থলে দুর্গাপুরের এসডিএম সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি বলে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- প্রকৃতির ধ্বংসলীলা! ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত্যুমিছিল

তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন, "একজন নির্বাচিত জনপ্রতিনিধি হলেই কি সরকারি আধিকারিককে সর্বসমক্ষে অপমান করা যায়? প্রশাসনিক কর্তাদের সম্মানহানি করা কি রাজনীতির অঙ্গ?

পাশাপাশি তিনি লিখেছেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি—সরকারি কর্মচারীদের সঙ্গে দলীয় নেতারা প্রায়শই চাকর-বাকরের মতো আচরণ করেন"। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ নিয়ে রাজনীতির পারদ চড়তেই নিজের আচরণের জন্যও ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত শাসক বিধায়ক। 

Durgapur