/indian-express-bangla/media/media_files/2025/07/04/muhannad-al-lili-death-2025-07-04-02-03-42.jpg)
প্রবল বজ্রপাত, একের পর লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মৃত্যু ৬ জনের
Burdwan lightning deaths: ভরা চাষের মরশুম চলছে। তাই ধান জমিতে ফসল রোয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের কৃষক ও খেতমজুররা বৃহস্পতিবার সকাল থেকেই জমিতে নেমে পড়েছিলেন। ওই সময়ে বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎকরে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। সেই বজ্রপাতে এদিন পূর্ব বর্ধমান জেলার ৬জন কৃষক ও ক্ষেতমজুর মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও চারজন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রেমিকের দেওয়া শর্তে নিজের একরত্তি মেয়ের সঙ্গে মা যা করল...জানলে গা শিউরে উঠবে!
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ,মৃতরা হলেন মাধবডিহির সনাতন পাত্র(৬০),আউশগ্রামের বেলারী গ্রামের রবীন টুডু (২৫),রায়না ১ নম্বর ব্লকের তেয়ান্ডুল গ্রামের অভিজিৎ সাঁতরা(২৫), মঙ্গলকোটের চানক কৃষ্ণপুর গ্রামের বুড়ো মাড্ডি(৬৪) এবং খণ্ডঘোষের শেরপুর গ্রামের পরিমল দাস (৩২)। মৃতদের কেউ চাষি, কেউ খেত মজুর। মতদেহগুলি উদ্ধার করে এদিনই ময়নাতদন্তের পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিনের বজ্রপাতে মৃত্যু হয়েছে গলসী ১ নম্বর ব্লকের ফতেপুর গ্রামের মদন বাগদি (৬৮)
১৪ দিনে ৬ জন খুন, 'মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল!', ক্রমেই কি পোক্ত বিরোধীদের অভিযোগ?
পরিবার সদস্য ও স্থানীয়দের কথায় জানা গিয়েছে, এদিন সকালে মাধবডিহির আলমপুরের মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে জখম হয়ে জমিতে লুটিয়ে পড়েন সনাতন পাত্র। তাকে উদ্ধার করে আলমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একই সময়ে আউশগ্রামের রবীন টুডু গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামের মামার জমিতে ধান গাছ রোয়ার সময় বজ্রপাতে মারা যান। অভিজিৎ সাঁতরা, বুড়ো মাড্ডি এবং পরিমল দাস এদিন নিজেদের চাষের জমিতে ধান রোয়ার কাজ করার সময়ে বজ্রপাতে পারা যান। জখম চারজন ভাতারের ভূমশোর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।