কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে তপ্ত হয়ে রয়েছে গোটা বাংলা। তারই মধ্যে এবার বর্ধমান মেডিক্যাল কলেজের এক মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো কলেজেরই এক ইন্টার্নের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই বর্ধমান মেডিকেল কলেজে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ।
বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মহিলা জুনিয়র ডাক্তারের অভিযোগ অনুযায়ী তাঁকে যৌন হেনস্থার ঘটনাটি মঙ্গলবার ঘটে। বুধবার তিনি ঘটনা সবিস্তার উল্লেখ করে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ওই ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ জানান।
বিষয়টি নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক আছে। সেখানে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates:কসবার ল' কলেজে গণধর্ষণ, শেষমেশ 'বিরাট নির্দেশ' হাইকোর্টের
অভিযুক্ত জুনিয়র চিকিৎসক প্রীতম পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, "আমি কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই জন্য আমার নামে অপপ্রচার করতে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমাকে হেনস্থা করার জন্যই এই সব ফন্দি আঁটা হয়েছে।"
আরও পড়ুন- Calcutta High Court: রাজ্যের কলেজগুলি নিয়ে যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে হলফনামা