Calcutta High Court: রাজ্যের কলেজগুলি নিয়ে যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে হলফনামা

Calcutta High Court: নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

Calcutta High Court: নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Aniket Mahato case, Kolkata High Court verdict, RG Kar Hospital, doctor posting dispute, West Bengal health department, Aniket Mahato news, Trinamool government, Bengal medical controversy, High Court division bench, Aniket Mahato RG Kar posting, West Bengal politics, doctors protest,অনিকেত মাহাতো, চিকিৎসক অনিকেত মাহাতো, কলকাতা হাইকোর্ট রায়, আর জি কর হাসপাতাল, তৃণমূল সরকার, চিকিৎসক আন্দোলন, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, রাজ্য স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক মামলার রায়, মুর্শিদাবাদ রাজনীতি, আর জি কর আন্দোলন, চিকিৎসক খবর, পশ্চিমবঙ্গ রাজনীতি

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবিলম্বে গোটা রাজ্যের কলেজগুলিতে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ উচ্চ আদালতের। দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজগুলিতে নির্বাচন করানো যায়নি, কোনও নির্বাচিত ইউনিয়নও সেখানে নেই। তবুও রাজ্যের কলেজে-কলেজে খোলা থাকছে ইউনিয়ন রুম। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে এবার নজিরবিহীন নির্দেশ আদালতের। যতদিন পর্যন্ত কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisment

গত কয়েক বছর ধরে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কলেজে ছাত্র সংসদের নির্বাচন করানো যায়নি। কলেজগুলোতে ছাত্র ভোট না হওয়ায় দিনে দিনে বাড়ছে অসন্তোষ। বিরোধী ছাত্র সংগঠনগুলি বারবার কলেজগুলিতে ছাত্র ভোটের দাবিতে সোচ্চার হয়েছে। কলকাতার রাস্তায় আজও কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে বামপন্থী ছাত্র সংগঠন S F I-এর। এসএফআই ছাড়াও D Y F I, A I D S O, DSO, C P, A B V P-এর মতো বিরোধী দলগুলির ছাত্র সংগঠনগুলি কলেজে ছাত্র ভোটের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে। 

গত কয়েক বছর ধরে রাজ্যের প্রায় কোনও কলেজেই ছাত্র ভোট করানো যায়নি। কলেজগুলিতে ছাত্র ভোট করানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। তবে বৃহস্পতিবার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে জানান, দীর্ঘদিন ধরে কলেজগুলিতে নির্বাচন না হলেও ইউনিয়ন রুমগুলি খোলা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- Dilip-Samik:দৌড়ে নাম ছিল তাঁরও, বঙ্গ BJP সভাপতি পদে শমীকের অভিষেকের দিন কী বললেন দিলীপ?

 তারপরেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায়, যতদিন পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভোট না করা যাচ্ছে ততদিন গোটা রাজ্যের সব কলেজের ছাত্র ইউনিয়নের রুম তালা বন্ধ থাকবে। একমাত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না। এরই পাশাপাশি কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে রাজ্য সরকার কী ভাবছে তা আদালতকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে এই ব্যাপারে রাজ্যের মতামত জানতে চায় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- Samik Bhattacharya: বঙ্গ BJP-তে শুরু শমীক-যুগ! মিলল দীর্ঘদিনের নাছোড় লড়াইয়ের 'পুরস্কার'

Calcutta High Court Bengali News Today college