বাসের চাকা ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের দেওয়ালে ধাক্কা দিয়েই সটান নয়ানজুলিতে নেমে যায় যাত্রীবোঝাই বাস। বাসে থাকা যাত্রীরা চিৎকার জুড়ে দেন। যাত্রীদের চিৎকারেই আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। আহত বাসযাত্রীদের তড়িঘড়ি উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisment
বরাতজোরে বিরাট বিপদ এড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহারের উদ্দেশে রওনা দেওয়া যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, কাটোয়া থেকে ছেড়ে যাওয়ার পর কেতুগ্রামের বারান্দা গ্রামের কাছে পৌঁছতেই আচমকা বাসটির সামনের চাকার টায়ার ফেটে যায়।
এরই জেরে ঘটে বিপত্তি। চলন্ত বাসের সামনের চাকার টায়ার ফেটে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি কংক্রিটের দেওয়ালে। তারপরেই রাস্তার ধারে থাকা নয়ানজুলি ধরে নীচে নেমে যায় বাসটি। তবে বাসের চালক অত্যন্ত দক্ষ হওয়ায় বিরাট বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বাসটি নয়ানজুলিতে পড়তেই চিৎকার জুড়ে দেন যাত্রীরা। তাঁদের চিৎকারেই আশেপাশের এলাকার বাসিন্দার দৌড়ে আসেন। প্রথমে তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও মারাত্মকভাবে কেউই জখম হননি। আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরেই অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।