scorecardresearch

চলন্ত বাসের সামনের চাকা ফেটে ভয়ঙ্কর বিপদ! হুড়মুড়িয়ে নয়ানজুলিতে নেমে গেল গাড়ি

বাসের সামনের চাকার টায়ার ফেটে যেতেই বিপত্তি!

bus accident in east burdwan's ketugram
দুর্ঘটনাগ্রস্ত বাসটির ছবি তুলেছেন প্রদীপ চট্টোপাধ্যায়।

বাসের চাকা ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের দেওয়ালে ধাক্কা দিয়েই সটান নয়ানজুলিতে নেমে যায় যাত্রীবোঝাই বাস। বাসে থাকা যাত্রীরা চিৎকার জুড়ে দেন। যাত্রীদের চিৎকারেই আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। আহত বাসযাত্রীদের তড়িঘড়ি উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।

বরাতজোরে বিরাট বিপদ এড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহারের উদ্দেশে রওনা দেওয়া যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, কাটোয়া থেকে ছেড়ে যাওয়ার পর কেতুগ্রামের বারান্দা গ্রামের কাছে পৌঁছতেই আচমকা বাসটির সামনের চাকার টায়ার ফেটে যায়।

নয়ানজুলিতে নেমে গিয়েছে বাস।

এরই জেরে ঘটে বিপত্তি। চলন্ত বাসের সামনের চাকার টায়ার ফেটে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি কংক্রিটের দেওয়ালে। তারপরেই রাস্তার ধারে থাকা নয়ানজুলি ধরে নীচে নেমে যায় বাসটি। তবে বাসের চালক অত্যন্ত দক্ষ হওয়ায় বিরাট বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ‘আবাস যোজনার নামে টাকা তুলেছেন বিজেপি নেতারা’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এদিকে, বাসটি নয়ানজুলিতে পড়তেই চিৎকার জুড়ে দেন যাত্রীরা। তাঁদের চিৎকারেই আশেপাশের এলাকার বাসিন্দার দৌড়ে আসেন। প্রথমে তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা অল্প বিস্তর আঘাত পেলেও মারাত্মকভাবে কেউই জখম হননি। আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরেই অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- থাকুন রাজার হালে, বেড়ানোর চরম তৃপ্তি নিন! কলকাতার ঢিল ছোঁড়ে দূরত্বে নজরকাড়া আয়োজন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bus accident in east burdwans ketugram531175