Road Accident: বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে বিরাট দুর্ঘটনা! স্টিয়ারিং কেটে চালককে উদ্ধার

Purba Bardhaman News: মারাত্মক এই দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

Purba Bardhaman News: মারাত্মক এই দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Bus-dumper head-on collision Kalna  ,Kalna road accident bus vs dumper 22 injured,  East Burdwan bus-dumper crash  ,ATSKC road accident Kalna,  Kalna bus dumper collision news,কালনা বাস-ডাম্পার সংঘর্ষ,  কালনায় রাস্তার দুর্ঘটনা জখম ২২,  পূর্ব বর্ধমান বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ  ,কালনা-এর এসটিকেডি রোডে দুর্ঘটনা  ,দুর্ঘটনায় বাস ও ডাম্পার সংঘর্ষ খবর

Road Accident: দুর্ঘটনার পরের মুহূর্তের সেই ভয়াবহ ছবি।

যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ঘে বড়সড় দুর্ঘটনা। সোমবার সকালে এই দুর্ঘটনায় মারাত্মক জখম হন দুমড়ে মুচড়ে যাওয়া বাসটির চালক। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ওই বাসে থাকা জনা ২০ যাত্রী। গ্যাস কাটার এনে স্টিয়ায়িং কেটে উদ্ধার করা হয় বাসের চালককে। 

Advertisment

সোমবার সকাল ৯টা নাগাদ ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার নান্দাই-দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায়।প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মারাত্মক জখম হওয়া বাসের চালক সহ আহত বাসযাত্রীদের সকলকে  উদ্ধার করে পুলিশ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লিতে একদা তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী, কাদের সঙ্গে সাক্ষাৎ জানেন?

Advertisment

কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার SDPO রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা। জানা গিয়েছে,যাত্রীবাহী বাসটি নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। 

আরও পড়ুন-Durga Puja 2025:অনন্য কীর্তির দুরন্ত নজির! 'বেলপাতার দুর্গা' সাড়া ফেলে দিয়েছে এতল্লাটে

 এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এগিয়ে আসা ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।তাতে বাসের সামনের দিকের অনেকটা অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে  থাকা কমবেশি সকলেই আহত হয়েছেন।দুর্ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পার আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন-Bomb Explosion:বিকট শব্দে সাংঘাতিক বিস্ফোরণ! কেঁপে উঠেছিল এলাকা, পরের ঘটনা জানলে...

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,’কুড়ি জন আহত হয়েছেন।তাদেড় মধ্যে কয়েকজন একটু বেশী আঘাত পেয়েছেন। সবার চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Bengali News Today Purba Bardhaman accident