Bomb Explosion:বিকট শব্দে সাংঘাতিক বিস্ফোরণ! কেঁপে উঠেছিল এলাকা, পরের ঘটনা জানলে...

Bomb Blast: হঠাৎই বিস্ফোরণে ওই এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bomb Blast: হঠাৎই বিস্ফোরণে ওই এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Gopal Thakur
New Update
Raninagar Murshidabad bomb explosion injured,  1 injured bomb making Raninagar area West Bengal  ,Police detain suspects after explosion in Murshidabad  ,Crude bomb blast Raninagar news,  Nighttime bomb making goes off Raninagar,রানিনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ,  মুর্শিদাবাদে জখম ১, বোমা বিস্ফোরণের ঘটনা  ,রানিনগর নজরানা এলাকায় রাতের বোমা বানানো খবর  ,বড়-খাট্টা বোমা প্রস্তুতকালে দুর্ঘটনা মুর্শিদাবাদ  ,পুলিশ গ্রেফতার রানিনগর বোমাবাজি মামলায়

Murshidabad News: এই বাড়িতেই চলছিল বোমা বাঁধার কাজ।

মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। গতকাল, রাতে বোমা বাঁধতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। বোমার আঘাতে একজন জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ।

Advertisment

বোমা ফেটে জখম এক দুষ্কৃতী। গতরাতেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ-হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- Durga Puja 2025: দিঘার কাছেই 'ডাইনোসর'দের আনাগোনা? এবার পুজোয় অনবদ্য তৎপরতা এই ক্লাবের!

Advertisment

এর আগেও মুর্শিদাবাদের একাধিক জায়গায় এমন বিপত্তির খবর মিলেছিল। উৎসবের মরশুম শুরুর আগে ওই দুষ্কৃতীরা ঠিক কী উদ্দেশ্যে সেখানে বোমা বাঁধছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। 

আরও পড়ুন-West Bengal News Live Updates:গোটা ওয়াকফ-আইন স্থগিত রাখার যুক্তি নেই : সুপ্রিম কোর্ট

ওই বোমা কোথায় পাচার করার ছক ছিল সে ব্যাপারেও ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারীদের। সামনেই দুর্গাপুজো। পুরোদমে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগে রাজ্যজুড়ে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। তবে এরই মধ্যে এমন বিপত্তিতে ফের পুলিশি নজরদারি প্রশ্নের মুখে।

Bengali News Today bomb blast Murshidabad