/indian-express-bangla/media/media_files/2025/09/15/blast-2025-09-15-12-55-11.jpg)
Murshidabad News: এই বাড়িতেই চলছিল বোমা বাঁধার কাজ।
মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। গতকাল, রাতে বোমা বাঁধতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। বোমার আঘাতে একজন জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ।
বোমা ফেটে জখম এক দুষ্কৃতী। গতরাতেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ-হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন- Durga Puja 2025: দিঘার কাছেই 'ডাইনোসর'দের আনাগোনা? এবার পুজোয় অনবদ্য তৎপরতা এই ক্লাবের!
এর আগেও মুর্শিদাবাদের একাধিক জায়গায় এমন বিপত্তির খবর মিলেছিল। উৎসবের মরশুম শুরুর আগে ওই দুষ্কৃতীরা ঠিক কী উদ্দেশ্যে সেখানে বোমা বাঁধছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন-West Bengal News Live Updates:গোটা ওয়াকফ-আইন স্থগিত রাখার যুক্তি নেই : সুপ্রিম কোর্ট
ওই বোমা কোথায় পাচার করার ছক ছিল সে ব্যাপারেও ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারীদের। সামনেই দুর্গাপুজো। পুরোদমে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগে রাজ্যজুড়ে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। তবে এরই মধ্যে এমন বিপত্তিতে ফের পুলিশি নজরদারি প্রশ্নের মুখে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us