CAA-তে আবেদনে সময়সীমা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শান্তনু ঠাকুর

CAA deadline extension: নাগরিকত্ব সংশোধিত আইনে আবেদনে ভারতে ঢোকার ক্ষেত্রে নির্ধারিত দিনের সময়সীমা বাড়ানো হয়েছে।

CAA deadline extension: নাগরিকত্ব সংশোধিত আইনে আবেদনে ভারতে ঢোকার ক্ষেত্রে নির্ধারিত দিনের সময়সীমা বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah National Constitution Day 2024

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

CAA-তে আবেদনের জন্য সময়সীমা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আবেদন করার জন্য নির্ধারিত cut-off তারিখ অর্থাৎ যে তারিখ পর্যন্ত যদি কেউ ভারতে ঢুকে থাকেন, তাঁরা আবেদন করতে পারবেন—তা বিশেষভাবে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।

Advertisment

এর ফলে প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জন্য আবেদন করার সময়সীমাও বাড়ল। কেন্দ্রের মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুর।

আরও পড়ুন- West Bengal News Live Updates: অবৈধভাবে ভারতে থাকা নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ! সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের

Advertisment

মূল CAA-র বিধান অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হলে তাঁদের ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত প্রবেশ করতে হত।

CAA আইনটি ২০১৯ সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হয় এবং ২০২০ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়। আইন পাশ হলেও সেটি কার্যকর করতে বেশ কয়েকবছর সময় লেগে গিয়েছিল। অবশেষে ২০২৪ সালে আইনটি Citizenship (Amendment) Rules, 2024–এর মাধ্যমে কার্যকর করে কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন- Weekend getaway:পাহাড়-হ্রদের অপরূপ মেলবন্ধন! বর্ষায় কলকাতার কাছেই এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন

এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আবেদন করার জন্য নির্ধারিত cut-off তারিখ বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "CAA-তে আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ ২০১৪-এর ৩১ ডিসেম্বর'কে বাড়িয়ে ২০২৪ এর ৩১শে ডিসেম্বর করলো স্বরাষ্ট্র মন্ত্রক! অনেক অনেক ধন্যবাদ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহজি।"

Shantanu amit shah caa