/indian-express-bangla/media/media_files/2025/09/03/detention-camp-2025-09-03-12-22-36.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates:এবার দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে কঠিন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই বিষয়ে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের প্রথমে চিহ্নিত করে ডিটেনশন সেন্টারে রাখা হবে। তারপর তাঁদের নিজের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। এই গোটা প্রক্রিয়ার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও বাড়তি ক্ষমতা দেওয়া হল।
কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলার ঘটনায় শেষমেষ গ্রেফতার করা হল BJP নেতা রাকেশ সিংকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ট্যাংরার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনার ৫ দিন পর শেষমেষ জালে কলকাতার ডাকাবুকো বিজেপি নেতা রাকেশ সিং।
এর আগে সোশ্যাল মিডিয়ায় পুলিশ, রাজ্য সরকারের পাশাপাশি শাসকদল তৃণমূলকে তুলোধনা করে বেশ কিছু মন্তব্য করেছিলেন রাকেশ সিং। তবে অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। বুধবার দিনভর দফায় দফায় কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।
আরও পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
- Sep 03, 2025 12:29 IST
Kolkata News Live Updates:ঘুম উড়ল ট্রাম্পের!
ভারতের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক, তবে বাণিজ্যে একতরফা সুবিধার অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল একতরফা। তাঁর অভিযোগ, ভারত মার্কিন পণ্যের উপর অত্যধিক শুল্ক আরোপ করত, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
বিস্তারিত পড়ুন- Donald Trump: ভারত-চিন-রাশিয়া এক হতেই ঘুম উড়ল ট্রাম্পের! সম্পর্ক নিয়ে অবশেষে বিরাট ঘোষণা
- Sep 03, 2025 12:28 IST
Kolkata News Live Updates: বাড়ি বসেই জগন্নাথ ধামের মহাপ্রসাদ
পুজোর আগে বাড়ি-বাড়ি দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা ধাম কর্তৃপক্ষের। উদ্বোধনের পর ধাম থেকেই পাওয়া যেত মহাপ্রসাদ। টাকার বিনিময়ে সেই প্রসাদ গ্রহণ করতেন ভক্তরা। এবার ধামের পাশাপাশি বাড়ি-বাড়ি মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছে দিঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ।
বিস্তারিত পড়ুন- Digha Jagannath Dham:অভূতপূর্ব বন্দোবস্ত! বাড়ি বসেই পাবেন দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ, শুধু করুন এই কাজটি
- Sep 03, 2025 12:27 IST
Kolkata News Live Updates: দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের!
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে আজ বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। দু’দিনব্যাপী এই বৈঠকে ১৭৫টি পণ্য—যার মধ্যে রয়েছে গাড়ি, সাবান থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, এই সকল পণ্যের উপর জিএসটি কমার সম্ভাবনা রয়েছে। আলোচনা হচ্ছে কর কাঠামো সহজ করতে ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে শুধু ৫% ও ১৮% রাখার ব্যাপারেও।
বিস্তারিত পড়ুন- GST Council 56th Meeting: পুজোর আগেই দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের! দাম কমছে কোন কোন জিনিসের?
- Sep 03, 2025 10:36 IST
Kolkata News Live Updates: বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর!
কবি সুভাষ মেট্রো স্টেশনের (নীচের প্ল্যাটফর্ম) বন্ধের কারণে যাত্রীদের শহিদ ক্ষুদিরাম স্টেশনে নামতে হচ্ছেন। খালি রেকগুলো প্রথমে কবি সুভাষ ডাউন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়, রিভার্সাল শেষে আপ লাইন ধরে শহিদ ক্ষুদিরাম স্টেশনেই ফের রেলপথে চালু করা হচ্ছে, ফলে রেক রিভার্সালের সময় ব্যাপকভাবে বেড়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:পরিষেবা মসৃণ রাখতে শেষমেশ বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর! নিত্যযাত্রীরা এখবর আগে পড়ুন
- Sep 03, 2025 10:35 IST
Kolkata News Live Updates: গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনটি সাময়িক বন্ধ থাকার কারণে এবং আরও কিছু অপারেশনাল ও রক্ষণাবেক্ষণগত সমস্যার ফলে, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে রাত ১০:৪০টায় দমদম ও শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) স্টেশনের মধ্যে রাতের বিশেষ মেট্রো পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
- Sep 03, 2025 10:34 IST
Kolkata News Live Updates: আজও প্রবল বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গত সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার হাওয়া বদল ঘটেছে।গতকাল দিনভর জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টির পর আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন পর্যন্ত?
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Report: পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?