/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Kolkata News Updates:প্রয়াত কিশওয়ার জাহান। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রিজওয়ানুর ও চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "রিজওয়ানুর ও রুকবানুর রহমান - এর মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওনার সাথে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। আমি প্রতি ঈদ-এ ওনার সাথে দেখা করতে যেতাম। কতো পুরোনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন।আমি রুকবানুর সহ ওর পরিবার-পরিজন -সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই"।
রিজওয়ানুর ও রুকবানুর রহমান - এর মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।
— Mamata Banerjee (@MamataOfficial) September 3, 2025
ওনার সাথে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। আমি প্রতি ঈদ-এ ওনার সাথে দেখা করতে যেতাম। কতো পুরোনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন।
আমি…
গায়ক ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) বিরুদ্ধে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মিলনমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘হুলি-গান-ইজম’ অনুষ্ঠানের মঞ্চে অনির্বাণ একাধিক রাজনৈতিক নেতৃত্ব ও সনাতন ধর্ম ও সনাতনীদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। অনির্বাণের করা মন্তব্যকে কেন্দ্র করে বুধবার কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন হাইকোর্টের আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
অভিযোগে বলা হয়েছে, অনির্বাণের মন্তব্য ‘উদ্দেশ্যমূলকভাবে’ করা হয়েছিল এবং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ভিডিও ক্লিপসহ অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তা সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি ও শৃঙ্খলাহানির কারণ হতে পারে।
তিনি আরও দাবি করেছেন, এই ঘটনার মাধ্যমে ব্যান্ড ‘হুলিগানইজম’ নিম্নমানের প্রচারের উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। তিনি অনুরোধ করেছেন, অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং Information Technology Act-এর প্রাসঙ্গিক ধারার আওতায় মামলা রুজু করা হোক। মামলার নথিতে স্পষ্ট করা হয়েছে যে, এই ধরনের কর্মকাণ্ড সমাজে সম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করতে পারে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করে। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
গত ১২ জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় এবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। ''বৈদ্যুতিন স্তম্ভ পড়ে মৃত্যু ধরে নিলেও দ্বিতীয় ময়নাতদন্তে দেহে আঘাতের চিহ্ন কীভাবে? একটা মেলায় এত বড় ঘটনা ঘটল, অথচ কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান নেই কেন?" দুই বিজেপি কর্মীর মৃত্যুতে একগুচ্ছ প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। এই মামলায় কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি। আগামী সোমবার কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। এরই পাশাপাশি পুলিশ অফিসারদের কল ডিটেলস জমার নির্দেশ হাইকোর্টের। ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। "দুই ময়নাতদন্তের রিপোর্ট আলাদা হলে গোটা ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। সাক্ষীরা হয়তো ভয় পাচ্ছেন! তাঁদের ভয় দূর করা প্রয়োজন।" মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।
এবার দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে কঠিন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই বিষয়ে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের প্রথমে চিহ্নিত করে ডিটেনশন সেন্টারে রাখা হবে। তারপর তাঁদের নিজের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। এই গোটা প্রক্রিয়ার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও বাড়তি ক্ষমতা দেওয়া হল।
এর আগে সোশ্যাল মিডিয়ায় পুলিশ, রাজ্য সরকারের পাশাপাশি শাসকদল তৃণমূলকে তুলোধনা করে বেশ কিছু মন্তব্য করেছিলেন রাকেশ সিং। তবে অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- CAA-তে আবেদনে সময়সীমা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শান্তনু ঠাকুর
আরও পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
- Sep 03, 2025 16:40 IST
Kolkata News Live Updates: গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে
ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। বুধবার সকাল ন'টার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়লো সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম। গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির একাংশ। ফাটল ধরেছে প্রায় আরো পাঁচ থেকে সাতটি বাড়িতে। ফের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ। যে কোন মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো বেশ কিছু বাড়িঘর। তলিয়ে যেতে পারে মন্দিরও। বাঁধের ওপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশও গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই বুধবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে। উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে তিনদিন থেকে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর বৃদ্ধির সময়ে নতুন করে গঙ্গা ভাঙ্গনে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
- Sep 03, 2025 13:52 IST
Kolkata News Live Updates:শেষমেশ গ্রেফতার রাকেশ সিং
কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলার ঘটনায় শেষমেষ গ্রেফতার করা হল BJP নেতা রাকেশ সিংকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ট্যাংরার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনার ৫ দিন পর শেষমেষ জালে কলকাতার ডাকাবুকো বিজেপি নেতা রাকেশ সিং।
- Sep 03, 2025 12:29 IST
Kolkata News Live Updates:ঘুম উড়ল ট্রাম্পের!
ভারতের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক, তবে বাণিজ্যে একতরফা সুবিধার অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল একতরফা। তাঁর অভিযোগ, ভারত মার্কিন পণ্যের উপর অত্যধিক শুল্ক আরোপ করত, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
বিস্তারিত পড়ুন- Donald Trump: ভারত-চিন-রাশিয়া এক হতেই ঘুম উড়ল ট্রাম্পের! সম্পর্ক নিয়ে অবশেষে বিরাট ঘোষণা
- Sep 03, 2025 12:28 IST
Kolkata News Live Updates: বাড়ি বসেই জগন্নাথ ধামের মহাপ্রসাদ
পুজোর আগে বাড়ি-বাড়ি দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা ধাম কর্তৃপক্ষের। উদ্বোধনের পর ধাম থেকেই পাওয়া যেত মহাপ্রসাদ। টাকার বিনিময়ে সেই প্রসাদ গ্রহণ করতেন ভক্তরা। এবার ধামের পাশাপাশি বাড়ি-বাড়ি মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছে দিঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ।
বিস্তারিত পড়ুন- Digha Jagannath Dham:অভূতপূর্ব বন্দোবস্ত! বাড়ি বসেই পাবেন দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ, শুধু করুন এই কাজটি
- Sep 03, 2025 12:27 IST
Kolkata News Live Updates: দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের!
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে আজ বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। দু’দিনব্যাপী এই বৈঠকে ১৭৫টি পণ্য—যার মধ্যে রয়েছে গাড়ি, সাবান থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, এই সকল পণ্যের উপর জিএসটি কমার সম্ভাবনা রয়েছে। আলোচনা হচ্ছে কর কাঠামো সহজ করতে ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে শুধু ৫% ও ১৮% রাখার ব্যাপারেও।
বিস্তারিত পড়ুন- GST Council 56th Meeting: পুজোর আগেই দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের! দাম কমছে কোন কোন জিনিসের?
- Sep 03, 2025 10:36 IST
Kolkata News Live Updates: বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর!
কবি সুভাষ মেট্রো স্টেশনের (নীচের প্ল্যাটফর্ম) বন্ধের কারণে যাত্রীদের শহিদ ক্ষুদিরাম স্টেশনে নামতে হচ্ছেন। খালি রেকগুলো প্রথমে কবি সুভাষ ডাউন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়, রিভার্সাল শেষে আপ লাইন ধরে শহিদ ক্ষুদিরাম স্টেশনেই ফের রেলপথে চালু করা হচ্ছে, ফলে রেক রিভার্সালের সময় ব্যাপকভাবে বেড়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:পরিষেবা মসৃণ রাখতে শেষমেশ বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর! নিত্যযাত্রীরা এখবর আগে পড়ুন
- Sep 03, 2025 10:35 IST
Kolkata News Live Updates: গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনটি সাময়িক বন্ধ থাকার কারণে এবং আরও কিছু অপারেশনাল ও রক্ষণাবেক্ষণগত সমস্যার ফলে, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে রাত ১০:৪০টায় দমদম ও শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) স্টেশনের মধ্যে রাতের বিশেষ মেট্রো পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো
- Sep 03, 2025 10:34 IST
Kolkata News Live Updates: আজও প্রবল বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গত সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার হাওয়া বদল ঘটেছে।গতকাল দিনভর জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টির পর আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন পর্যন্ত?
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Report: পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us