/indian-express-bangla/media/media_files/2025/09/03/khorabera-dam-2025-09-03-12-54-48.jpg)
Weekend getaway near Kolkata: সবুজে সাজানো এই প্রান্তের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করে দেবে!
Weekend trip near Kolkata: এই বর্ষায় কলকাতার কাছেই একটি জামাটি উইকেন্ড ট্রিপের প্ল্যান করছেন? তাহলে বিশেষ এই প্রতিবেদন আপনার দারুণ পছন্দের হতে পারে। উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন কলকাতার কাছেই পাহাড় এবং ঘন বনাঞ্চলে ঘেরা এই প্রান্ত থেকে।
ব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ভরপুর অবসর নিতে মাঝেমধ্যেই ভ্রমণপিপাসুদের একাংশ উইকেন্ড ট্রিপের প্ল্যান করেন। তবে একেবারে চেনা কয়েকটি জায়গা ছাড়া এবার উইকেন্ড ট্রিপে আপনি বেরিয়ে আসতে পারেন পুরুলিয়ার খয়রাবেড়া থেকে। এখানকার হ্রদের একপাশে পাহাড় আর একপাশে রয়েছে গভীর বনাঞ্চল। বর্ষায় পশ্চিমবঙ্গের এই প্রান্তটির চিত্তাকর্ষক রূপ ভাষায় বর্ণনা করা কঠিন।
খয়রাবেড়া হ্রদের আনাচে-কানাচে বহু পরিযায়ী পাখি ভিড় জমায়। তাদের কিচিরমিচির শব্দে এতল্লাট যেন আরও বেশি মোহময়ী হয়ে ওঠে। সপ্তাহান্তে দিন কয়েকের ছুটি কাটাতে বাংলার এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।
পরিযায়ী পাখিদের আবাসস্থল হিসেবে বিখ্যাত এই এলাকা। এই সময়টায় ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত এখানকার বাঘমুন্ডি পাহাড়ের অপরূপ দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগের সুযোগ মেলে। এই পাহাড়ের মাঝখানেই রয়েছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট।
চাইলে সেখানে থাকতে পারেন। খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্টের ফোন নম্বর- ৯৮৩০১৬৯৬৯৪ / ৯৮৩০১৯৯৩৩৫ চাইলে সন্ধ্যের দিকে এখানে উপভোগ করতে পারেন সাঁওতাল নৃত্যও। কলকাতা থেকে খয়রাবেড়া হ্রদে বেড়াতে গেলে আপনাকে পুরুলিয়াগামী যে কোনও ট্রেন ধরতে হবে। তারপর পুরুলিয়ায় নেমে বাঘমুন্ডি পাহাড়ের দিকে যাওয়া গাড়ি ভাড়া করে নিতে হবে।
আরও পড়ুন-Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো