Weekend getaway:পাহাড়-হ্রদের অপরূপ মেলবন্ধন! বর্ষায় কলকাতার কাছেই এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন

Weekend getaway near Kolkata: সপ্তাহান্তে ভ্রমণের সেরার সেরা অভিজ্ঞতা হবে। ঘুরে আসুন কলকাতার কাছেই অপরূপ এই এলাকা থেকে।

Weekend getaway near Kolkata: সপ্তাহান্তে ভ্রমণের সেরার সেরা অভিজ্ঞতা হবে। ঘুরে আসুন কলকাতার কাছেই অপরূপ এই এলাকা থেকে।

author-image
Nilotpal Sil
New Update
Weekend getaway near Kolkata  ,Khairabera Eco Adventure Resort Purulia,  Ajodhya Hills day trip  ,Bamni Falls trekking,  Pakhi Pahar rock art  ,Baranti scenic lake escape,  Murguma dam tranquility  ,Monsoon travel in Purulia  ,Jungle trekking in Purulia  ,Peaceful nature retreat Purulia,কলকাতা কাছাকাছি উইকেন্ড গেটওয়ে,  খায়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট,  অযোধ্যা পাহাড় একদিনের ভ্রমণ,  বামনি জলপ্রপাত ট্রেকিং  ,পাখি পাহাড় রক আর্ট  ,বড়ন্তি হ্রদ প্রাকৃতিক সৌন্দর্য  ,মুরুগুমা বাঁধের স্নিগ্ধতা,  বর্ষাকালে পুরুলিয়া ভ্রমণ,  পুরুলিয়ায় জঙ্গলে ট্রেক  ,শান্তিপূর্ণ প্রকৃতি অবকাশ

Weekend getaway near Kolkata: সবুজে সাজানো এই প্রান্তের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করে দেবে!

Weekend trip near Kolkata: এই বর্ষায় কলকাতার কাছেই একটি জামাটি উইকেন্ড ট্রিপের প্ল্যান করছেন? তাহলে বিশেষ এই প্রতিবেদন আপনার দারুণ পছন্দের হতে পারে। উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন কলকাতার কাছেই পাহাড় এবং ঘন বনাঞ্চলে ঘেরা এই প্রান্ত থেকে।

Advertisment

ব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ভরপুর অবসর নিতে মাঝেমধ্যেই ভ্রমণপিপাসুদের একাংশ উইকেন্ড ট্রিপের প্ল্যান করেন। তবে একেবারে চেনা কয়েকটি জায়গা ছাড়া এবার উইকেন্ড ট্রিপে আপনি বেরিয়ে আসতে পারেন পুরুলিয়ার খয়রাবেড়া থেকে। এখানকার হ্রদের একপাশে পাহাড় আর একপাশে রয়েছে গভীর বনাঞ্চল। বর্ষায় পশ্চিমবঙ্গের এই প্রান্তটির চিত্তাকর্ষক রূপ ভাষায় বর্ণনা করা কঠিন। 

খয়রাবেড়া হ্রদের আনাচে-কানাচে বহু পরিযায়ী পাখি ভিড় জমায়। তাদের কিচিরমিচির শব্দে এতল্লাট যেন আরও বেশি মোহময়ী হয়ে ওঠে। সপ্তাহান্তে দিন কয়েকের ছুটি কাটাতে বাংলার এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।

Advertisment

আরও পড়ুন- Digha Jagannath Dham:অভূতপূর্ব বন্দোবস্ত! বাড়ি বসেই পাবেন দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ, শুধু করুন এই কাজটি

পরিযায়ী পাখিদের আবাসস্থল হিসেবে বিখ্যাত এই এলাকা। এই সময়টায় ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত এখানকার বাঘমুন্ডি পাহাড়ের অপরূপ দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগের সুযোগ মেলে। এই পাহাড়ের মাঝখানেই রয়েছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: অবৈধভাবে ভারতে থাকা নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ! সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের

চাইলে সেখানে থাকতে পারেন। খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্টের ফোন নম্বর- ৯৮৩০১৬৯৬৯৪ / ৯৮৩০১৯৯৩৩৫ চাইলে সন্ধ্যের দিকে এখানে উপভোগ করতে পারেন সাঁওতাল নৃত্যও। কলকাতা থেকে খয়রাবেড়া হ্রদে বেড়াতে গেলে আপনাকে পুরুলিয়াগামী যে কোনও ট্রেন ধরতে হবে। তারপর পুরুলিয়ায় নেমে বাঘমুন্ডি পাহাড়ের দিকে যাওয়া গাড়ি ভাড়া করে নিতে হবে।

আরও পড়ুন-Kolkata Metro: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! গুরুত্বপূর্ণ এই সময়ে আর মিলবে না মেট্রো

Weekend Trip Bengali News Today purulia