CAA New Rules: CAA নিয়ে বিরাট ঘোষণা! বাড়ল ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ, কারা পাবেন এই সুবিধা?

CAA New Rules: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগে সিএএ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে আসা শরণার্থীরাই নাগরিকত্বের আবেদন করতে পারতেন। নয়া নিয়মে কী সুবিধা?

CAA New Rules: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগে সিএএ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে আসা শরণার্থীরাই নাগরিকত্বের আবেদন করতে পারতেন। নয়া নিয়মে কী সুবিধা?

author-image
IE Bangla Web Desk
New Update
cats

CAA নিয়ে বিরাট ঘোষণা!

CAA New Rules: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে বড়সড়  সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানানোর কাট-অফ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisment

স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন আদেশ অনুযায়ী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে প্রবেশ করলে তাঁরা দেশে থাকার অনুমতি পাবেন। এই নির্দেশ জারি করা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর অধীনে।

আরও পড়ুন- CAA-তে আবেদনে সময়সীমা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শান্তনু ঠাকুর

Advertisment

আগে সিএএ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে আসা শরণার্থীরাই নাগরিকত্বের আবেদন করতে পারতেন। তবে নতুন এই সিদ্ধান্ত ২০১৪ সালের পরে ভারতে প্রবেশ করা শরণার্থীদেরও স্বস্তি দেবে। বিশেষত পাকিস্তান থেকে আসা বহু হিন্দু পরিবার, যাঁরা এতদিন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন, এবার নাগরিকত্বের আবেদনে সুযোগ পাবেন।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশে বলা হয়েছে—নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের শেষদিন পর্যন্ত ভারতে এসে থাকেন, তবে তাঁদের পাসপোর্ট ও ভিসা ছাড়াই দেশে থাকার অনুমতি দেওয়া হবে।

নেপাল ও ভুটানের নাগরিকদের জন্যও নিয়মাবলি স্পষ্ট করা হয়েছে। সীমান্তপথে সরাসরি এলে তাঁদের পাসপোর্ট লাগবে না। তবে অন্য দেশ হয়ে এলে বৈধ পাসপোর্ট আবশ্যক। একইভাবে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মী এবং তাঁদের পরিবার যদি সরকারি পরিবহনে যাতায়াত করেন, তবে তাঁদেরও আলাদা ভিসা বা পাসপোর্ট লাগবে না।

এই সিদ্ধান্তকে কেন্দ্রের “ঐতিহাসিক পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ ড. সুকান্ত মজুমদার। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “সিএএ-তে কোনও পরিবর্তন হয়নি, শুধু আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে শরণার্থীদের আর নির্বাসিত হওয়ার ভয় থাকবে না।”

আরও পড়ুন-'আমি ক্ষমা করলেও দেশবাসী করবে না', মা'কে কুকথা কাণ্ডে গর্জে উঠলেন মোদী

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “CAA-তে আবেদনের জন্য ভারতে প্রবেশের সময়সীমার তারিখ ২০১৪-এর ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৪-এর ৩১ ডিসেম্বর করল কেন্দ্রীয় সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ।”

caa