/indian-express-bangla/media/media_files/2025/08/22/pm-modi-in-bihar-2025-08-22-14-03-32.jpg)
মা'কে কুকথা কাণ্ডে গর্জে উঠলেন মোদী
Modi In Congress: বিহারের রাজনীতিতে নয়া বিতর্ক। বিরোধী জোটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে 'আবেগপ্রবণ' হয়ে তিনি বলেন, “বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছে। এটা শুধু আমার মায়ের অপমান নয়, দেশের মা-বোন-মেয়েদেরও অপমান।”
আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার!শীর্ষ নেতৃত্বের বৈঠকেও জট কাটল না তৃণমূল পরিচালিত শতাব্দী প্রাচীন পুরসভার
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার মা এই পৃথিবীতে আর নেই। শতবর্ষ পূর্ণ করার পর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। তবুও তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।”
বিহারের জনগণের প্রতি নিজের যন্ত্রণা ভাগ করে নিয়ে মোদী বলেন, “আমি জানি, বিহারের মানুষও আমার মতোই কষ্ট পাচ্ছেন। তাই আজ এত মা-বোনদের সামনে দাঁড়িয়ে আমি আমার দুঃখ ভাগ করে নিচ্ছি। আপনাদের আশীর্বাদে আমি এই বেদনা সহ্য করতে পারব।”
আরও পড়ুন-রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প, বড় নির্দেশ কেন্দ্রের, এনআরসির প্রস্তুতি, তোপ বিরোধীদের
বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, “রাজপরিবারে জন্মানো রাজপুত্ররা কোনওদিনও গরিব মায়ের ত্যাগ ও তপস্যা বুঝতে পারবে না। তারা রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে। মনে করে দেশের ক্ষমতা তাদের উত্তরাধিকার। কিন্তু দেশের মানুষ একজন গরিব মায়ের ছেলেকে আশীর্বাদ করেছেন এবং প্রধান সেবক করেছেন। এটাই তাদের সহ্য হচ্ছে না।”