Cab driver allegedly beaten to death over parking dispute: কলকাতায় ফের মর্মান্তিক কাণ্ড! গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে এক ক্যাবচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের নিহতের পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ি পার্কিংয়ের সময় একটি স্কুটিতে ধাক্কা লাগে। তারই জেরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় ওই ক্যাবচালকের। স্থানীয় বাসিন্দা ওই ক্যাবচালককে এরপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
আবারও কলকাতা শহরে রোমহর্ষক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা দক্ষিণ শহরতলীর যাদবপুরের বিজয়গড় এলাকায় এক ক্যাবচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। লালকার মাঠ সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাবচালককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল ওই যুবককে। চিকিৎসা চলাকালীন পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত নামে ওই ক্যাবচালকের বাড়ি বিজয়গড় এলাকাতেই। গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফেরার পর প্রতিদিন তিনি লালকার মাঠের কাছে তার গাড়িটি রাখতেন। সেই মতো ঘটনার দিন লালকার মাঠের কাছে তিনি গাড়িটি রেখেছিলেন। গাড়ি পার্কিংয়ের সময় একটি স্কুটিতে ধাক্কা লাগে। তারই জেরে স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই ক্যাবচালকের গন্ডগোল হয়।
আরও পড়ুন- West Bengal News Live:'নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের নারীরা', ইউনুসকে তুলোধনা BNP-র
তখনই ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম জয়ন্ত নামে ওই যুবককে বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের।মর্মান্তিক এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। হামলাকারীরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত নেমে পাঁচ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে।
আরও পড়ুন- Asansol News: হাড়হিম ঘটনা কুলটিতে! দম্পতির গলা-কাটা মৃতদেহ উদ্ধার