Couple's bodies found with throat slit in Asansol's house: এ যেন ফের কলকাতার ট্যাংরা, কসবা-কাণ্ডেরই পুনরাবৃত্তি! দম্পতির গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কুলটির আলডি গ্রামে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিপুল পরিমাণে ঋণের দায় থেকে চিরতরে মুক্তি পেতে স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।
শনিবার সকালে আসানসোলের কুলটির আলডি গ্রামে হাড়হিম করা ঘটনা। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে দম্পতির গলাকাটা মৃতদেহ। মৃত দম্পতির নাম রূপকুমার বাউড়ি এবং মালা বাউড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারটির বাজারে বিপুল টাকা ঋণ হয়ে গিয়েছিল। সেই ঋনের টাকা শোধ করতে না পারায় বারবার বিভিন্ন মাধ্যম থেকে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঋণের দায় থেকে চিরতরে মুক্তি পেতেই গৃহকর্তা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের।
শনিবার সকালে বাড়ি থেকে দম্পতির গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্ত্রী মালা বাউড়ির গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধারালো কোনও অস্ত্র দিয়ে নিজেরও গলা কাটার চেষ্টা করেছিলেন রূপকুমার। সম্ভবত মৃত্যু নিশ্চিত না হওয়াতে পরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন- West Bengal News Live:খাস কলকাতায় আবারও রোমহর্ষক খুন, হাড় হিম কাণ্ড শহরতলির বিজয়গড়ে
পুলিশের অনুমান, নিজে প্রথমে স্ত্রীকে খুন করে তারপর আত্মঘাতী হয়েছেন স্বামী। গোটা ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন দম্পতির সন্তানেরা। বাউড়ি দম্পতির এক সন্তান বিবাহিত। বাকি তিনজন অবিবাহিত।
আরও পড়ুন- Fake Voter: বাংলাদেশের স্কুলশিক্ষকের নাম ভারতের ভোটার তালিকায়, ঘটনা ফাঁস হতেই হুলস্থুল
দিন কয়েক আগে কলকাতার ট্যাংরায় এমনই নৃশংস হত্যাকাণ্ডের খবর মিলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে কসবার হালতুতে স্বামী-স্ত্রী ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়। ওই দুটি ঘটনাতেও ঋণই প্রধান কারণ ছিল বলে উঠে এসেছিল তদন্তে। তারই কিছুদিন কাটতে না কাটতেই ফের আসানসোলের ফুলটির আলডি গ্রামে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।