Student's Union Election:'কলেজে ভোট না হলে ক্ষোভ বাড়ে ছাত্রদের', বললেন প্রধান বিচারপতি, রাজ্যকে কী নির্দেশ?

Calcutta High Court on Student's Union Election: দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠনের নির্বাচন বন্ধ রয়েছে। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে প্রতিবা-বিক্ষোভ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলির ছাত্র সংগঠন।

Calcutta High Court on Student's Union Election: দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠনের নির্বাচন বন্ধ রয়েছে। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে প্রতিবা-বিক্ষোভ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলির ছাত্র সংগঠন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata high court

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court asks wb govt to take stand on college elections: কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের কলেজগুলিতে নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দফতর ও রাজ্য সরকারের পদক্ষেপের ব্যাপারে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দফতরের কাছে হলফনামা তলব করেছে আদালত।

Advertisment

রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র-ভোট হয়নি। এ ব্যাপারে মূলত শাসকদল তৃণমূলকেই নিশানা করে বিরোধীরা। নানা সময় কলেজে-কলেজে ছাত্র-ভোট করানো নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলগুলির ছাত্র সংগঠনগুলিকে। সম্প্রতি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

ওই জনস্বার্থ মামলার আইনজীবী আদালতে জানান, দীর্ঘদিন ধরে কলেজগুলিতে নির্বাচন বাকি রয়ে গিয়েছে। মামলাকারীর আইনজীবীর এই বক্তব্য শোনার পর রাজ্যের তরফে আইনজীবী কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে ছাত্র-ভোট নিয়ে সমস্যার কথা আদালতের সামনে তোলেন। যদিও এ ব্যাপারে রাজ্যের তরফে আইনজীবী এদিন আরও কিছুটা সময়ও চেয়েছেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিষয়টি পদ্ধতির মধ্যেই রয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live:ফের জগদ্দলে বোমাবাজি, দিনে-দুপুরে পুলিশের সামনেই আছড়ে পড়ল বোমা

Advertisment

এদিন দু'পক্ষের সাওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "আপনাদের একটা অবস্থান নিতে হবে। ছাত্র নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।" এরপরেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন নিয়ে রাজ্য সরকার এবং উচ্চ শিক্ষা দফতর কী ভাবছে তা হলফনামা আকারে আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Attacks on Police:তুলকালাম কাণ্ড পাণ্ডবেশ্বরে! ইটের ঘায়ে কপাল ফাটল ডিসি-র

kolkata highcourt news of west bengal news in west bengal Bengali News Today