Advertisment

Swasthya Sathi: স্বস্তিতে রাজ্য সরকার, 'স্বাস্থ্যসাথী' নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Calcutta High Court-Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের আওতায় বিনামূল্যে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে রাজ্য সরকার। এই প্রকল্পটি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta highcourt, kolkata highcourt

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court dismisses Public Interest Litigation on Swasthya Sathi project: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'স্বাস্থ্যসাথী'। এই 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, জনহিতকর স্বার্থে রাজ্য সরকারের এই প্রকল্প। এই প্রকল্প চালু করার বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। তাই এই ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না।

Advertisment

'স্বাস্থ্যসাথী' প্রকল্প রাজ্যের বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বিনামূল্যে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেয় রাজ্য সরকার। রাজ্যের জেলায় জেলায় 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সুবিধা গ্রহণ করেন বহু মানুষ। 'দুয়ারে সরকার' শিবিরগুলিতে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের আওতাভুক্ত হতে চেয়ে আবেদনপত্র উপচে পড়ে ফি বার। তবে অনেক ক্ষেত্রে এই প্রকল্প নিয়ে অভিযোগও ওঠে। অনেক বেসরকারি হাসপাতাল এই 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সুবিধা দিতে অস্বীকার করে বলে অভিযোগ ওঠে। 

যদিও খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। এর আগে একাধিক প্রশাসনিক বৈঠকে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে যুক্ত না হওয়ায় বেসরকারি হাসপাতালের একাংশকে ভর্ৎসনা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে অভিযোগ এলে সংশ্লিষ্ট প্রশাসনকেও এ ব্যাপারে কঠোর হাতে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই প্রকল্পে কারচুপি করারও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- West Bengal News Live: ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে প্রশাসন

Advertisment

এদিকে রাজ্য সরকারের এই 'স্বাস্থ্যসাথী' প্রকল্পকে অসংবিধানিক আখ্যা দিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল এটি সংগঠনের তরফে। বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ করার সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকার জনহিতকর স্বার্থেই এই প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প গ্রহণ করাটা একটা সরকারি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না।

আরও পড়ুন- Haringhata: ক্লাসেই তাঁর সিঁথিতে সিঁদুর ছাত্রের, ভিডিও ভাইরাল হতেই কী বললেন সেই অধ্যাপিকা?

Calcutta High Court Bangla News Bengali News Today Swasthya Sathi CM Mamata banerjee news in west bengal news of west bengal
Advertisment