Haringhata: ক্লাসেই তাঁর সিঁথিতে সিঁদুর ছাত্রের, ভিডিও ভাইরাল হতেই কী বললেন সেই অধ্যাপিকা?
lady professor and student marriage: ক্লাসরুমেই ওই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে। ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় বয়ে যায়।
lady professor and student marriage: বিতর্ক বাড়তেই মুখ খুললেন সেই অধ্যাপিকা।
lady professors reaction regarding her marriage video with student in classroom: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় ক্লাসরুমের মধ্যেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেখা যায় প্রথম বর্ষের এক ছাত্রকে। নদিয়ার হরিণঘাটা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকআউট'-এর ক্যাম্পাসের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। প্রবল সমালোচনা হয়েছে ওই ভিডিও-কে নিয়ে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেই অধ্যাপিকা। রাখঢাক না রেখেই এবার সোজাসাপ্টা উত্তর দিলেন পায়েল বন্দ্যোপাধ্যায়।
Advertisment
ভাইরাল হওয়া একটি ভিডিও-য় অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছে প্রথম বর্ষের এক ছাত্রকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকআউট'-এর হরিণঘাটা ক্যাম্পাস থেকে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। তবে প্রবল সমালোচনা চলছে বিষয়টি নিয়ে। এবার বহুল চর্চিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় নিজে।
কী বলেছেন সেই অধ্যাপিকা?
"এটা আমার কাছে খুব আশ্চর্য্যের ব্যাপার। একাটা ড্রামা এভাবে ভাইরাল হয়ে গেছে। এটা একটা নাটকের অংশ ছিল। আরও নাচ-গানের ভিডিও আছে। অন্যান্য ফাকাল্টিরাও সেখানে অংশ নেন। তবে সেই নাচ-গানের ভিডিও ভাইরাল না হয়ে একটা সাইকো ড্রামা থেকে কিছু-কিছু ক্লিপস তুলে ধরে সেগুলোকে ভাইরাল করা হল। এটাই আমার জন্য আশ্চর্যের। এটা কারা করেছে, কী উদ্দেশ্য নিয়ে করেছে, সে ব্যাপারে কিছু বলতে চাইছি না। কর্তৃপক্ষই সত্যিটা বের করবে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে আমার মানহানি হচ্ছে। ছাত্রদের স্বার্থও ভাবা হচ্ছে না। সবসময় ছাত্রছাত্রীদের মোটিভেট করি। যে এই ভিডিওগুলো ভাইরাল করল সে ভাবছে না ছাত্রদের কী হবে! আমি হাতজেডা় করে অনুরোধ করছি, এটাকে নিয়ে আর এগোবেন না। এগুলো একেবারেই ভুয়ো ও ভিত্তিহীন।"
উল্লেখ্য, রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউট-এর হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা গিয়েছে বিভাগীয় প্রধান অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের এক ছাত্র। গোটা সিঁদুরদান পর্বের সাক্ষী রয়েছেন সেই ক্লাসেরই অন্যান্য ছাত্র-ছাত্রীরা। সেই সিঁদুর দান পর্ব মোবাইল বন্দি করতেও দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের। সোশ্যাল মিডিয়া ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো বিতর্ক তৈরি হয়।