Shamik Bhattacharya: বঙ্গে '২৬-এর লড়াইয়ের প্রধান সেনাপতি বেছে নিলেন মোদী, শাহ, নাড্ডারা। সুকান্ত মজুমদারের পর বঙ্গ BJP-র নতুন রাজ্য সভাপতি হলেন গেরুয়া দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁরই নেতৃত্বে আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি। গত কয়েক সপ্তাহ ধরে বঙ্গ বিজেপির পরবর্তী কাণ্ডারী নির্ধারণ নিয়ে চূড়ান্ত দড়ি টানাটানি চলেছে। শেষমেষ দীর্ঘদিনের লড়াকু নেতা শমীকের কাঁধেই বঙ্গ বিজেপির ভার ছাড়ল দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে ২০১৪ সালের উপনির্বাচনে প্রথম বার জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। বাংলার বিধানসভায় সেই প্রথম বিজেপির কোনও বিধায়ক নির্বাচনে জিতে গিয়েছিলেন। তবে ২০১৬-এর বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকেই হারতে হয়েছিল শমীক ভট্টাচার্যকে।
পরের লড়াইটা ২০১৯-এর লোকসভা নির্বাচন। বাংলায় ইতিহাস তৈরি করেছিল BJP। এক ধাক্কায় ১৮টা আসন সেই সময়ে জয় পেয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি। যদিও '১৯-এর লোকসভা নির্বাচনেও দমদম কেন্দ্র থেকে তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধে লড়ে হার স্বীকার করতে হয়েছিল বিজেপির শমীক ভট্টাচার্যকে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:ভয়াবহ দুর্ঘটনায় আঁতকে ওঠার মতো মৃত্যু, ছড়িয়ে ছিটিয়ে শিশুদের রক্তাক্ত দেহ, বুকফাটা আর্তনাদ
বছর দু'য়েকের মধ্যেই আসে ২০২১-এর বিধানসভা নির্বাচন। দলের পুরনো বিশ্বস্ত সৈনিক সেই শমীক ভট্টাচার্যকে আবারও টিকিট দেয় বিজেপি। তবে ২০২১-এর নির্বাচনেও পরাজয় স্বীকার করতে হয়েছিল শমীককে। তবে ২০২০ থেকে টানা ২০২৪ পর্যন্ত বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের উপর দলের শীর্ষ নেতাদের ভরসা-আস্থা এতটুকুও কমেনি।
সেটা বোঝা গিয়েছিল গত বছরেই। স্পষ্টবাদী এবং সুবক্তা শমীক ভট্টাচার্যকে ২০২৪ সালে রাজ্যসভার সদস্য হিসেবে জিতিয়ে নিয়ে যায় বিজেপি। সংসদ ভবনে গত এক বছরে শমীক ভট্টাচার্যের চোখা-চোখা প্রশ্ন-বাণ সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে বিরোধীদের।
আরও পড়ুন- AC CNG buses: ভাড়া নাগালেই! পুজোর আগেই কলকাতায় শ'য়ে-শ'য়ে নতুন AC বাস
স্বল্পভাষী, মোটামুটি স্পষ্ট ভাবমূর্তির শমীকের ওপর বরাবর ভরসা থেকেছে মোদী, শাহদের। বঙ্গ বিজেপিতেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের সঙ্গে শমীক ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে কখনও তেমন বড়সড় কোনও প্রশ্ন চিহ্ন ওঠেনি। দলের নেতাদের বিরুদ্ধে সেভাবে প্রকাশ্যে মুখ খুলতেও দেখা যায়নি শমীককে। বরং বারবার ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাই দিয়ে গিয়েছেন তিনি। সেই শমীক ভট্টাচার্যকেই এবার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে নির্বাচন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন- weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও