/indian-express-bangla/media/media_files/2025/09/15/high-court-kolkata-2025-09-15-16-06-03.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
আরজি করে কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোর বদলি মামলায় এবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যকে অনিকেত মাহাতোকে তাঁর পছন্দের পোস্টিংই দিতে হবে, বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ এই ব্যাপারে তাঁর রায়ে বলেছেন, "অনিকেতকে রায়গঞ্জে বদলি রাজ্যের সিরিয়াস একটি ভুল। মেধার ভিত্তিতেই তাঁর পোস্টিং হবে। উচ্চ মেধার প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটি কলেজ, প্রতিষ্ঠানকে ওই প্রার্থীর পছন্দের জায়গা নিয়ে স্বচ্ছতা তো রাখতেই হবে। এক্ষেত্রে রাজ্য মেধার ভিত্তিতে নিয়োগে সদ্বিচ্ছা দেখায়নি।"
অনিকেত মাহাতোকে রায়গঞ্জে যাওয়ার নোটিশ বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। উল্লেখ্য, রাজ্য সরকার তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করেছিল। তারই বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো।
আরও পড়ুন-TMC MP:'সব করে-কম্মে খাচ্ছে', ঘুরিয়ে দলেরই পঞ্চায়েত সমিতিকে তুলোধনা ডাকাবুকো তৃণমূল সাংসদের?
তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকার বাকিদের কাছে তাঁদের পছন্দের পোস্টিংয়ের জায়গা জানতে চাইলেও তিনি এবং আরও দু'জনের কাছে সেটি জানতে চাওয়া হয়নি। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।