West Bengal News Highlights: প্রকাশিত হল ২০২৩-প্রাইমারি টেটের ফল, কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড

West Bengal News Updates 24 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 24 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

West Bengal News Updates:প্রকাশিত হল ২০২৩-প্রাইমারি টেটের ফল। ১ বছর ৯ মাস পর আজ পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ। ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ৬, ৭৫৪ জন। আজ সন্ধ্যা ৬টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisment

আরও পড়ুন- মেট্রো স্টেশন থেকে কতটা দূরে পুজো মণ্ডপ? জানুন আপনার স্মার্ট ফোনেই! অবাক করা টেকনিক হাতের মুঠোয়

অবশেষে কিছুক্ষণ আগেই প্রকাশিত হল WBTET 2023 এর ফলাফল। প্রার্থীরা নিজেদের স্কোরকার্ড PDF অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in-এ গিয়ে ডাউনলোড করতে পারবেন। স্কোরকার্ড দেখতে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং জন্ম তারিখ। উল্লেখ্য, এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে।

Advertisment

প্রায় ৩ লক্ষ প্রার্থী WBTET-এর জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় ২.৭২ লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে পাস করেছেন মাত্র ৬,৭৫৪ জন।  ফলাফল জানতে প্রার্থীরা নিজেদের নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর, পাস/ফেল স্ট্যাটাস এবং র‌্যাঙ্ক সহ সমস্ত তথ্য স্কোরকার্ডে দেখতে পাবেন।

কিভাবে ডাউনলোড করবেন WBTET স্কোরকার্ড PDF

অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in-এ যান

WBTET স্কোরকার্ড 2025 PDF লিঙ্কে ক্লিক করুন

রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করুন

স্কোরকার্ড স্ক্রিনে চলে আসবে, সেভ করুন এবং প্রিন্ট করে নিন

কিভাবে ডাউনলোড করবেন WBTET মেরিট লিস্ট ও টপার্স লিস্ট

অফিসিয়াল ওয়েবসাইটে যান

West Bengal TET merit list PDF বা toppers list PDF লিঙ্কে ক্লিক করুন

মেরিট লিস্ট বা টপার্স লিস্ট ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নিন

নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই

ফলাফল প্রকাশের পর WBTET-এর জন্য ১৩,৪২১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- Kolkata Weather Today: সাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ষষ্ঠী থেকেই তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা? জানুন লেটেস্ট আপডেট

আরও পড়ুন-Durga Puja 2025: ১৯৭১-এর যুদ্ধে ক্ষতিগ্রস্ত মন্দির, থামেনি দেবীর আরাধনা, এপুজোর নেপথ্যের গল্পটা গায়ে কাঁটা দেয়!

খোলা তারে জমা জমে শহরে মৃত্যুমিছিল। তা নিয়ে এবার 'বিস্ফোরক' মন্তব্য করলেন মেয়র পরিষদ তারক সিং। 'শর্টসার্কিটে মৃত্যু হতে পারে জেনেও বেরোলে তা আত্মহত্যার সামিল'। আজব যুক্তি মেয়র পরিষদের।' ৫০ লক্ষ পোস্ট পাহারা দেওয়া সম্ভব? জনগণকেও তো সচেতন হতে হবে'। তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড়। 'সরকারের দায়ের কোন প্রশ্নই নেই', মন্তব্য তারক সিংয়ের। এই মন্তব্যের পাল্টা সজল ঘোষ তীব্র নিশানা করে বলেন, 'গতকাল আমরা দেখেছি মেয়রকে ছাতা মাথায় কোমর সমান জলে নেমে পরিস্থিতি পর্যালোচনা করতে। তাহলে মেয়রও কী আত্মহত্যা করতেই রাস্তায় নেমেছিলেন? 

  • Sep 24, 2025 19:35 IST

    Kolkata News Live Updates: জমা জলে থামছে না মৃত্যুমিছিল

    জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। মৃতেত জয়ন্ত ঘোষ। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Sep 24, 2025 19:35 IST

    Kolkata News Live Updates: পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ যুবক

    মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে গেল এক যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁদপুর জলঙ্গি ভৈরব নদীতে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এদিন চাঁদপুর এলাকায় একটি জোয়ার আসর বসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। হঠাৎ পুলিশের উপস্থিতিতে বাকিরা পালিয়ে গেলেও, নওদা থানার দুর্লভপুর এলাকার সামিউল ইসলাম নামে এক যুবক ভয়ে জলঙ্গি নদীতে ঝাঁপ দেয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

    ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিখোঁজ যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে ডোমকল, নওদা ও হরিহরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী।



  • Sep 24, 2025 14:23 IST

    Kolkata News Live Updates:প্রতীকী ঘট পুজো অনুষ্ঠান

    নিউ টাউন বাস স্ট্যান্ডে প্রতিবাদী প্রতীকী ঘট পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার এবং স্থানীয় প্রশাসন – NKDA, HIDCO এবং
    NEW TOWN পুলিশ অনুমোদন না দেওয়ায় নিউ টাউন মেলা প্রাঙ্গনে দুই বছর (২০২৪-২০২৫) দুর্গাপুজো করা যায়নি। তারই প্রতিবাদে আজ প্রতীকী ঘট পুজো অনুষ্ঠান গেরুয়া দলের।



  • Sep 24, 2025 14:21 IST

    Kolkata News Live Updates:GST কমার পরেও বেশি দাম নিলে কোথায় কীভাবে অভিযোগ জানাবেন?

    সাধারণ মানুষের উপর করের বোঝা কমানোর জন্য সরকার সম্প্রতি জিএসটি হার কমিয়েছে। এর ফলে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় এবং দৈনন্দিন ব্যবহার্য পণ্যের দাম কমার কথা থাকলেও, বিভিন্ন অভিযোগ সামনে এসেছে যেখানে দেখা গেছে যে অনেক দোকানদার এবং ই-কমার্স প্ল্যাটফর্ম এখনও এই গ্রাহকদের কাছ থেকে আগের দামই নিচ্ছেন। এই অনিয়ম গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে যে কর হ্রাসের প্রকৃত সুবিধা তারা পাচ্ছেন কি না?

    বিস্তারিত পড়ুন- GST কমার পরেও বেশি দাম নিচ্ছে বিক্রেতা? কোথায়, কীভাবে অভিযোগ জানাবেন?



  • Sep 24, 2025 14:19 IST

    Kolkata News Live Updates:ফের মুখ পুড়ল রাজ্যের!

    আরজি করে কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোর বদলি মামলায় এবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যকে অনিকেত মাহাতোকে তাঁর পছন্দের পোস্টিংই দিতে হবে, বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court:ফের মুখ পুড়ল রাজ্যের! চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি মামলায় কী নির্দেশ হাইকোর্টের?



  • Sep 24, 2025 12:57 IST

    Kolkata News Live Updates:জল থৈ-থৈ কুমোরটুলি

    গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের জেরে কার্যত অচল হয়ে পড়ল শহর। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে থমকে জনজীবন। মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। পুজোর আগে 'অসুর বৃষ্টি' ঘুম কেড়েছে কুমোরটুলির শিল্পীদের। “জানি না ভগবান কেন শাস্তি দিচ্ছেন”, বেদনে ভরা কণ্ঠে আক্ষেপের সুর ধরা পড়ল কুমোরটুলির প্রতিমাশিল্পী মালা পালের গলায়। সোমবার প্রবল বর্ষণের জেরে তাঁর স্টুডিওতে ঢুকে গিয়েছে জল, ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা প্রতিমা। মঙ্গলবার সকাল থেকে জলমগ্ন কুমোরটুলির সরু অলিগলি।



  • Sep 24, 2025 12:56 IST

    Kolkata News Live Updates:বিস্ফোরক তৃণমূল সাংসদ

    ডোমকলে ফেরিঘাট নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরিঘাট নিয়ে স্বচ্ছতার দাবি তুললেন সাংসদ আবু তাহের খান। অভিযোগ, ডোমকল পঞ্চায়েত সমিতির অধীন ১৯টি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই টাকা ভোগ করছে অসাধু চক্র।



  • Sep 24, 2025 12:25 IST

    Kolkata News Live Updates:পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

    গতকাল প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির জেরে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধন বন্ধ রেখেছিলেন। আজ কলকাতা শহরের বেশ কিছু পুজোমণ্ডপের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Sep 24, 2025 12:24 IST

    Kolkata News Live Updates:এখনও জলমগ্ন কলকাতার বহু এলাকা

    গত চার দশকে কলকাতা শহরে এমন বৃষ্টি হয়নি যা হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত। গতকাল শহর কলকাতার রাজপথ থেকে শুরু করে অলিগলি নদীর চেহারা নিয়েছিল। তবে মঙ্গলবার সকালের পর থেকে বৃষ্টির দাপট কমায় ধীরে ধীরে নামছে কলকাতার জল। তবে বুধবার সকাল পর্যন্ত দুর্ভোগ পুরোপুরি কাটেনি। এখনও তিলোত্তমা মহানগরীর বহু এলাকা জলমগ্ন। সল্টলেক থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকার অলিগলি এখনও জলের তলায়। পাম্প লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বহু জায়গায় জল সারানোর চেষ্টায় পুরসভার কর্মীরা। বুধবার সকালেও মুকুন্দপুর-পাটুলি এলাকায় রাস্তা রয়েছে জলমগ্ন।জল জমে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে পার্ক সার্কাসের বিভিন্ন অংশে। 



  • Sep 24, 2025 11:51 IST

    Kolkata News Live Updates:গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

    মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার সময় গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন (৩৪), পিতা রবীন্দ্রনাথ বর্মন, মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরার পর তিনি শক্তিবাদ অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু তাঁর আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় এবং তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Sep 24, 2025 10:05 IST

    Kolkata News Live Updates: প্রাচীন এই পুজোর নেপথ্যের গল্পটা গায়ে কাঁটা দেয়!

    ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে গোলাগুলিতে সীমান্ত হ্যারিশনগরের বিশ্বাস বাড়ির দুর্গা মন্দিরের থাম ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরই উমা আরাধনা বাধাপ্রাপ্ত হয়। তারপর থেকে আর পুজো বাধা পড়েনি। টানা ১৭৬ বছরের বেশি সময় ধরে উমা আরাধনা হয়ে আসছে। বর্তমানে  আগের মতো পুরনো রীতি মেনে ২৮ টি পিতলের থালা বের করা হয়।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: ১৯৭১-এর যুদ্ধে ক্ষতিগ্রস্ত মন্দির, থামেনি দেবীর আরাধনা, এপুজোর নেপথ্যের গল্পটা গায়ে কাঁটা দেয়!



  • Sep 24, 2025 10:04 IST

    Kolkata News Live Updates:ষষ্ঠী থেকেই তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?

    বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরও একটি নিম্নচাপ, আর তারই জেরে ফের একবার তুমুল ঝড়-জলের আশঙ্কা বাড়ছে বঙ্গে। আগামী ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আগামী ২৬ তারিখ অর্থাৎ শুক্রবার চতুর্থীর দিনে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার ফলে পুজোর মধ্যে ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



rain kolkata Waterlogged street Durga Puja 2025